ফাইল চিত্র।
ডিএ মামলার রায় ঘোষণা
রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘভাতা দেওয়ার পর নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য। আজ, বৃহস্পতিবার ডিএ মামলার পুনর্বিবেচনা রায় ঘোষণা করবে হাই কোর্ট। সকাল সাড়ে ১০টা নাগাদ রায় ঘোষণা হবে।
টালা সেতুর উদ্বোধনে মুখ্যমন্ত্রী
আজ টালা সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে।
দুর্গাপুজো উদ্বোধনের শুরু মুখ্যমন্ত্রীর
আজ একের পর এক দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে রয়েছে টালা প্রত্যয়, শ্রীভূমি স্পোর্টিং এবং সল্টলেক এফডি ব্লকের পুজো। এ ছাড়াও তাঁর কর্মসূচির মধ্যে থাকতে পারে
বেহালা নূতন দল, বড়িশা ক্লাব, খিদিরপুর ২৫ পল্লী, খিদিরপুর ৭৪ পল্লী, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, কালীঘাট মিলন সংঘ, বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লী, একডালিয়া এভার গ্রিনের পুজো উদ্বোধন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বিধানসভার বিশেষ অধিবেশনের শেষ দিন
আজ বিধানসভার বিশেষ অধিবেশনের শেষ দিন। শেষ দিনে বিধানসভায় কী কী বিষয় নিয়ে আলোচনা হয় সে দিকে নজর থাকবে।
পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টি২০
আজ পাকিস্তান ও ইংল্যান্ডের দ্বিতীয় টি২০ ম্যাচ রয়েছে। রাত ৮টা নাগাদ খেলাটি শুরু হবে।
আবহাওয়া কেমন?
আজ রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কোথাও নেই।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
পুজোর আগে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। আজ এই পরিস্থিতির দিকে নজর থাকবে।