News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৩

দুর্গাপুজোর ষষ্ঠী। বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান। ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ০৭:১৬
Share:

শুক্রবার দুর্গাপুজোর ষষ্ঠী। —ফাইল চিত্র।

দুর্গাপুজোর ষষ্ঠী

Advertisement

কলকাতায় ঠাকুর দেখার ভিড় প্রতি দিন নতুন রেকর্ড গড়ছে। বোধনের আগেই লোকারণ্য তিলোত্তমা। শুক্রবার ষষ্ঠীর ভিড়ে রাস্তাঘাটের কী পরিস্থিতি হয় সে দিকে নজর থাকবে। সেই সঙ্গে নজর থাকবে আবহাওয়ার খবরেও।

বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান

Advertisement

আজ বিশ্বকাপে মুখোমুখি অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ভারতের কাছে হারার পর এই প্রথম নামছে পাকিস্তান। অন্য দিকে, প্রথম দু’ম্যাচে হারার পর অস্ট্রেলিয়া গত ম্যাচে জয়ের মুখ দেখেছে। আজ এই ম্যাচ বেঙ্গালুরুতে দুপুর ২টো থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে।

গ্রাফিক: শৌভিক দেনবাথ।

ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার টেলিফোনে কথা বলেছেন প্যালেস্তেনীয় স্বশাসিত প্রশাসনের প্রেসিডেন্ট মহম্মদ আব্বাসের সঙ্গে। গাজ়ায় হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় ৫০০ জনের নিহত হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশও করেন। তবে অবরুদ্ধ গাজ়ার পরিস্থিতি সঙ্কটজনক। সাধারণ নাগরিকদের একাংশ ঘর বাড়ি ছেড়ে চলে গেলেও এখনও সকলে চলে যেতে পারেননি। এই অবস্থায় যুদ্ধ পরিস্থিতির জল কোন দিকে গড়ায় সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement