বাগবাজার সর্বজনীন। ছবি: দেশকল্যাণ চৌধুরী।
আজ সপ্তমী
আজ, রবিবার সপ্তমী। চতুর্থী থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় শুরু হয়েছে দর্শনার্থীদের। পঞ্চমী এবং ষষ্ঠীতে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে কলকাতার বেশ কয়েকটি মণ্ডপে। যদিও ষষ্ঠীর সন্ধ্যায় বৃষ্টি কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে। আজও ভিড়ের আশঙ্কা করছে পুলিশ, প্রশাসন। ভিড়ের নিরিখে ষষ্ঠীকে কি টেক্কা দিতে পারবে সপ্তমী? আজ কতটা ভিড় হবে পুজোমণ্ডপগুলিতে নজর থাকবে সেই সংক্রান্ত খবরের দিকে।
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি২০
আজ ভারত ও দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি২০ ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৭টা থেকে খেলাটি শুরু হবে।
আবহাওয়া কেমন?
পুজোর আনন্দকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আজ, সপ্তমী থেকেই দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রেহাই পাবে না উত্তরবঙ্গও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘূর্ণাবর্তের জেরে হতে পারে মাঝারি বৃষ্টি। সেই সঙ্গে পশ্চিমের কিছু জেলা, অর্থাৎ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ২ থেকে ৫ অক্টোবর— সপ্তমী থেকে দশমী মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
শহরের যান-পরিস্থিতি
পুজোর কারণে রাস্তায় ভিড় বাড়ছে মানুষের। ফলে যানজট তৈরি হচ্ছে শহরে। বিকেলের পর থেকে সমস্যা আরও তীব্র হচ্ছে। পুজোর ভিড় নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ করছে পুলিশ, প্রশাসন। কোন রাস্তায় কেমন ভিড়? শহরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কী ভাবে যাবেন এই সংক্রান্ত যাবতীয় খবর পেয়ে যাবেন আনন্দবাজার অনলাইনে।
পাকিস্তান-ইংল্যান্ড সপ্তম টি২০
আজ পাকিস্তান ও ইংল্যান্ডের সপ্তম টি২০ ম্যাচ রয়েছে। রাত ৮টা নাগাদ খেলাটি শুরু হবে।
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিছুটা কমল। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২৫ জন। আগের দিন সংখ্যাটা ছিল ৯২৪। প্রতি দিন আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে তাতে চিন্তার কারণ দেখছে চিকিৎসক মহল।
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ডার্বি
আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা রয়েছে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে খেলাটি শুরু হবে।