News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে পাঁচ

গ্রেফতারের পর আদালতে তোলা হবে কল্যাণময়কে। বিজেপির থানা ঘেরাও কর্মসূচি। নবান্ন অভিযান নিয়ে হাই কোর্টে বিজেপি। আলিপুর আদালতে পার্থের হাজিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ০৭:০৫
Share:

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ছবি: টুইটার।

আদালতে কল্যাণময়ের হাজিরা

Advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। আজ, শুক্রবার তাঁকে আদালতে হাজিরা করানো হবে। আদালত কী নির্দেশ দেয় তা নজরে থাকবে।

বিজেপির থানা ঘেরাও কর্মসূচি

Advertisement

নবান্ন অভিযান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অনেক বিজেপিকর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের এখনও ছাড়া হয়নি। এই অভিযোগ তুলে আজ থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। আজ কলেজ স্ট্রিট থেকে তাদের একটি মিছিল রয়েছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নবান্ন অভিযান নিয়ে হাই কোর্টে বিজেপি

নবান্ন অভিযান কর্মসূচিতে অংশ নেওয়া কাউকে অপ্রয়োজনীয় ভাবে গ্রেফতার বা আটক করে রাখা যাবে না বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট। অভিযোগ, আদালতের ওই নির্দেশের পরেও অনেক বিজেপিকর্মীকে আটকে রেখেছে পুলিশ। এই বিষয়টি নিয়ে ফের হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। আজ মামলাটি শুনানির জন্য উঠতে পারে।

আলিপুর আদালতে পার্থের হাজিরা

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই। আজ এই মামলাটির শুনানি হতে পারে নিম্ন আদালতে।

বিধানসভার বিশেষ অধিবেশন

আজ বিধানসভার বিশেষ অধিবেশনের তৃতীয় দিন। পেশ হবে তফসিলি জাতি ও জনজাতি আইন বাতিলের বিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement