Calcutta High Court

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৬

হাই কোর্টে পঞ্চায়েত ভোট মামলা। পঞ্চায়েত ভোট প্রক্রিয়া। উত্তর ২৪ পরগনায় অভিষেকের জনসংযোগ যাত্রা। ঠাকুরনগর নিয়ে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। কী অবস্থায় কুস্তিগিরদের আন্দোলন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২৩ ০৭:৩০
Share:

কলকাতা হাই কোর্ট। — ফাইল চিত্র।

হাই কোর্টে পঞ্চায়েত ভোট মামলা

Advertisement

আজ, সোমবার কলকাতা হাই কোর্টে পঞ্চায়েত ভোট নিয়ে জনস্বার্থ মামলার শুনানি রয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুভেন্দু অধিকারী ও অধীররঞ্জন চৌধুরীর মামলার শুনানি শুরু হবে। এ ছাড়া ভোটে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে আলাদা একটি জনস্বার্থ মামলার শুনানিও হবে।

পঞ্চায়েত ভোট প্রক্রিয়া

Advertisement

আজ পঞ্চায়েত ভোটের মনোনয়নের তৃতীয় দিন। গত ২ দিনে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছে। আজ নতুন করে অশান্তি হল কি না এবং মনোনয়ন পর্বের দিকে নজর থাকবে।

উত্তর ২৪ পরগনায় অভিষেকের জনসংযোগ যাত্রা

আজ উত্তর ২৪ পরগনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’ রয়েছে। দুপুর ২টো নাগাদ তাঁর এই কর্মসূচি শুরু হওয়ার কথা। আজ নজর থাকবে এই খবরের দিকে।

গ্রাফিক শৌভিক দেবনাথ।

ঠাকুরনগর নিয়ে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব

রবিবার ঠাকুরনগরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে ঘিরে গন্ডগোল হয়। দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। ২ পক্ষের সংঘর্ষে কয়েক জন আহত হয়েছেন। আজ নজর থাকবে ওই ঘটনার পরবর্তী পরিস্থিতির দিকে।

রাজ্যের আবহাওয়া কেমন?

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। গরম বাড়বে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে রাজ্যে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আকাশ মেঘলা থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে।

কুস্তিগিরদের আন্দোলন

২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছিলেন কুস্তিগিরেরা। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারির দাবিতে বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটেরা পথে নেমেছিলেন। আন্দোলন শুরু হওয়ার প্রায় ৫০ দিন কেটে গেল। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পরেও আন্দোলনরত কুস্তিগিরদের দাবি মানা হয়নি বলে অভিযোগ। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement