News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৯

অনুব্রতের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি সুপ্রিম কোর্টে। অয়ন হত্যারহস্যের তদন্ত। এসএসসি মামলায় সুবীরেশ ভট্টাচার্যের আদালতে হাজিরা। কলকাতায় কংগ্রেস সভাপতি ভোটের প্রার্থী মল্লিকার্জুন খড়্গে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ০৭:২৩
Share:

অনুব্রত মণ্ডল। ফাইল চিত্র।

অনুব্রতের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি সুপ্রিম কোর্টে

Advertisement

ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে কলকাতা হাই কোর্টের দেওয়া রক্ষাকবচের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই। আজ, সোমবার সেখানে এই মামলার শুনানি রয়েছে। শীর্ষ আদালত কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

অয়ন হত্যারহস্যের তদন্ত

Advertisement

হরিদেবপুরের যুবক খুনের ঘটনায় ত্রিকোণ প্রেমের রহস্য খুঁজছে পুলিশ। তদন্তে নতুন সূত্র পাওয়া গিয়েছে। মৃত অয়ন মণ্ডলের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অনুমান, ত্রিকোণ সম্পর্কের জেরে এই খুন হয়ে থাকতে পারে। এই দিকটিকে সামনে রেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ইতিমধ্যে এই খুনের ঘটনায় বেশ কয়েক জন গ্রেফতার হয়েছেন। আজ এই তদন্তের গতিপ্রকৃতি-সহ ঘটনাক্রমের দিকে নজর থাকবে।

এসএসসি মামলা: সুবীরেশ ভট্টাচার্যের আদালতে হাজিরা

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল সিবিআই। এত দিন তিনি জেল হেফাজতে ছিলেন। আজ তাঁকে ফের আদালতে হাজিরা করানো হবে। আদালত পরবর্তী কী নির্দেশ দেয় তা দেখার।

কংগ্রেস সভাপতি ভোটের প্রার্থী মল্লিকার্জুন খড়্গে কলকাতায়

কংগ্রেস সভাপতি ভোটের প্রার্থী মল্লিকার্জুন খড়্গে আজ কলকাতায় আসছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে দুপুর ১টায় বিধান ভবনে সাংবাদিক বৈঠক করবেন তিনি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

মুলায়ম সিংহ যাদবের খবর

এক সপ্তাহের বেশি সময় ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন মুলায়ম সিংহ। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। আজ তিনি কেমন থাকেন সে দিকে নজর থাকবে।

অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা

বিজ্ঞান, সাহিত্যের পর আজ অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করবে নোবেল কমিটি। কে বা কারা এই পুরস্কার অর্জন পান তা আজ নজরে থাকবে।

আইএসএল: এটিকে মোহনবাগান-চেন্নাইয়িন এফসি

আজ আইএসএল-এ এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি-র খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই খেলাটি শুরু হবে।

মহিলাদের এশিয়া কাপ ক্রিকেট: ভারত-তাইল্যান্ড

মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আজ ভারত ও তাইল্যান্ডের খেলা রয়েছে। দুপুর ১টা থেকে খেলাটি শুরু হবে।

আবহাওয়া কেমন?

আজ রাজ্যের সব জেলায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ থেকে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতারও কিছু জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement