নিজস্ব চিত্র।
কয়লা পাচার-কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল আদালত। বিকাশকে দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালতের বিচারক।
গত বুধবারের শুনানিতে বিকাশের জামিনের আবেদন খারিজ করে বিশেষ সিবিআই আদালত। আদালতের নির্দেশ পেয়েই তড়িঘড়ি বিকাশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বৃহস্পতিবার কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই-এর তদন্তকারী আধিকারিকেরা। শুক্রবার এই মামলায় সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী বলেছিলেন, ‘‘বিকাশ মিশ্র সুস্থ হলেই ওঁকে আদালতে হাজির করতে হবে।’’
আদালতের এই নির্দেশ মেনেই শনিবার তড়িঘড়ি বিকাশকে কলকাতা থেকে আসানসোলে নিয়ে এসে আদালতে হাজির করা হয়। আদালতে সিজিএমের দায়িত্বে থাকা চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্পিত ভট্টাচার্যের এজলাসে সন্ধ্যাবেলাই হয় শুনানি। বিকাশের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে এ দিনও জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী সোমনাথ চট্টরাজ। প্রায় দেড় ঘণ্টা এ নিয়ে সওয়াল-জবাবের পর আবারও বিকাশের জামিনের আবেদন খারিজ করে তাঁকে দু’দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে জেলে যাতে তাঁর ঠিক মতো চিকিৎসা হয়, জেল সুপারকে সেই নির্দেশও দেন বিচারক।
সোমবার সিবিআই আদালতে তোলা হতে পারে বিকাশকে।