ফাইল চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ‘জেহাদ’ সংক্রান্ত মন্তব্য প্রত্যাহারের কথা বলে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শাসক দল তৃণমূল কংগ্রেস তাঁকে পাল্টা বলেছে, বিজেপির ‘শেখানো কথা’ বলা বন্ধ করে মহারাষ্ট্রের মতো এ রাজ্যেও সরকার ফেলে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে, সেটা বন্ধ করার জন্য রাজ্যপাল আগে ব্যবস্থা নিন!
একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, ‘‘রাজনৈতিক দলের বিরুদ্ধে জেহাদ কী করে হয়? সংবিধানের নামে শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর আসনে যিনি বসেছেন, তাঁর মুখে এমন কথা অগণতান্ত্রিক এবং সংবিধানসম্মতও নয়। এমনিতেই রাজ্যে গণতন্ত্র খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এমতাবস্থায় এমন বিপজ্জনক মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করার জন্য ফের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।’’ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা বক্তব্য, ‘‘বাংলা ভাষায় অনেক শব্দ এমন ভাবে মিশে গিয়েছে, যার চলিত ব্যবহারের সঙ্গে আদি অর্থের আর মিল নেই। রাজ্যপাল বাংলা ভাষার এই অভিযোজনটাই অনুভব করতে পারেন না, বিজেপির শেখানো কথা বলে চলেছেন!’’ কুণালের দাবি, ‘‘মহারাষ্ট্রের মতো এখানে সরকার ফেলে দেওয়ার যে দাবি করা হচ্ছে, সেটাই তো অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। উনি আগে সেটা বন্ধ করতে বলুন!’’