মাসদেড়েকের ব্যবধানে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে ফের দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার পৈলানে তৃণমূলের কর্মী সমাবেশ থেকে ফেরার পথে বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন মমতা। নবান্নের শীর্ষ সূত্রে এই সাক্ষাৎকে ‘সৌজন্যমূলক’ বলেই বর্ণনা করা হয়েছে। রাজ্যপাল ধনখড়ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। তবে রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা যখন আসন্ন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে রয়েছেন যে দিন, সে দিনই রাজভবনে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক শিবিরের কেউ কেউ। আগামী ২২ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর ওই সফরের পরেই রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে জল্পনা রয়েছে। সেই প্রেক্ষিতেই রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর বৈঠকে ভিন্ন মাত্রা যোগ করছেন কেউ কেউ।