অস্থায়ী হেলিপ্যাড তৈরি করে হেলিকপ্টার নামা-ওঠার মহড়া। সোমবার দুর্গাপুরে। ছবি: বিকাশ মশান
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকের জোর তৎপরতা শুরু হল দুর্গাপুরে। বুধবার মুখ্যমন্ত্রী বৈঠক করতে পারেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। গ্যামন ব্রিজ লাগোয়া মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সোমবার সেখানে হেলিকপ্টার ওঠা-নামার মহড়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৈঠকটি হওয়ার কথা রয়েছে সৃজনী প্রেক্ষাগৃহে। সে জন্য গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথমে ঠিক ছিল, দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু পরে তা বদল করে বুধবার বিকেলে করার সিদ্ধান্ত হয়েছে। এ দিন দেখা যায়, সৃজনী প্রেক্ষাগৃহের আশপাশে খুঁটি পুঁতে নিরাপত্তার ব্যারিকেড গড়ে তোলার কাজ চলছে পুরোদমে। পুরো সিটি সেন্টার চত্বর জুড়েই কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। দিন চারেক আগে পুলিশ কমিশনার সুকেশকুমার জৈন দুর্গাপুরে এসে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে গিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রের খবর, প্রাথমিক ভাবে ঠিক রয়েছে, বুধবার বাঁকুড়া থেকে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে এসে গ্যামন ব্রিজ লাগোয়া মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নামবে। তবে ভগৎ সিংহ স্টেডিয়ামেও একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। দুর্গাপুরে পৌঁছনোর পরে, বৈঠকের আগে ভিড়িঙ্গি এলাকায় মুখ্যমন্ত্রী পদযাত্রাও করতে পারেন। বিকেলে বৈঠকের পরে সে রাতে তিনি দুর্গাপুরেই থাকতে পারেন বলে প্রশাসনের কর্তারা জানান।
বৈঠকে জেলা থেকে ব্লক, প্রশাসনের সব স্তরের আধিকারিকরা থাকবেন। এ ছাড়া, থাকার কথা জনপ্রতিনিধিদের। এর আগে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে জেলার জন্য যে প্রকল্পগুলির কথা ঘোষণা করেছিলেন, সেগুলির অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী খোঁজ করতে পারেন বলে মনে করছেন প্রশাসনের কর্তারা। সে জন্য প্রস্তুতিও চলছে জোরকদমে।