কলকাতা ফেরার পথে বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরের উপকন্ঠে শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যাগুরুকুলে সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করলেন অসুস্থ মঠাধ্যক্ষা পরিব্রাজিকা বেদহৃদয়ার সঙ্গে। কন্যাগুরুকুলের মধ্যে রয়েছে শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ২০১২ সালে মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই স্কুলটিকে স্বশাসিত করা হয়েছে। আশ্রম প্রাঙ্গণে একটি প্রাথমিক স্কুলও রয়েছে। সেটিকেও স্বশাসিত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান সন্ন্যাসিনীরা। ছবি: দেবরাজ ঘোষ