নিজস্ব চিত্র।
পুলিশের হাতে পুলিশ ও তাঁর পরিবার আক্রান্ত। এই অভিযোগ সামনে রেখে সোনারপুর থানা ঘেরাও করে বিক্ষোভ-সভা করল ‘সেভ ডেমোক্র্যাসি’, এপিডিআর, একুশে মঞ্চ-সহ একাধিক নাগরিক সংগঠন। তাদের অভিযোগ, বেনিয়া বউ গ্রামে অন্য কাউকে গ্রেফতার করতে গিয়ে সোনারপুর থানার পুলিশ চলে যায় সুরাফ হোসেনের বাড়ি। পেশায় পুলিশ সুরাফ অশোকনগর থানায় কনস্টেবল পদে কর্মরত। সুরাফের সঙ্গে পুলিশ বাহিনীর বচসার জেরে ধাক্কাধাক্কি হয় এবং তার পরে তাঁকে ও পরিবারের অন্যদের মারধর করে গ্রেফতার করা হয় বলে অভিযোগ। চঞ্চল চক্রবর্তী, দীপালি ভট্টাচার্য, নব বিশ্বাস, আনিসুর রহমান-সহ নাগরিক সংগঠনের প্রতিনিধিরা সোনারপুর থানার ভারপ্রাপ্ত অফিসারের সঙ্গে কথা বলে দাবিপত্র দেন। ‘সেভ ডেমোক্র্যাসি’র সম্পাদক চঞ্চলবাবুর দাবি, ‘‘ওই বিষয়ে দোষী পুলিশদের অবিলম্বে সাসপেন্ড করে তদন্ত করতে হবে। অন্যথায় এসপি-র দফতর ঘেরাও করা হবে।’’ পুলিশের তরফে অবশ্য এই বিষয়ে কোনও বক্তব্য জানা যায়নি।