বাধা: ফব-র আইন অমান্য। সোমবার। নিজস্ব চিত্র
বিরোধী পরিসরে থাবা বসাতে উদ্যত বিজেপি। এই অবস্থায় জমি ধরে রাখতে মরিয়া হয়েই রাস্তায় নামল বাম শরিক ফরওয়ার্ড ব্লক। তাদের দু’দিনের আইন অমান্য কর্মসূচির প্রথম দিনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধল। জঙ্গি চেহারাতেই দেখা দেওয়ার চেষ্টা করলেন ফ ব-র কর্মী-সমর্থকেরা।
নারদ-কাণ্ডে জড়িত নেতা-মন্ত্রীদের গ্রেফতার ও পদত্যাগের দাবিতে সোমবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কোচবিহারের মতো জেলায় মিছিল করে আইন অমান্যের পথে গিয়েছেন ফ ব নেতা-কর্মীরা। কলকাতায় মহাজাতি সদন থেকে মিছিলে ছিলেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, হাফিজ আলম সৈরানি, বরুণ মুখোপাধ্যায় প্রমুখ। বৌবাজারে ফিয়ার্স লেনের মুখে ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে বচসা বাধে নরেনবাবুদের। শুরু হয় ধস্তাধস্তি। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের পিছু হঠানোর পরে পুলিশ-কর্তারা হাজারদুয়েক কর্মী-সমর্থককে গ্রেফতার করার ঘোষণা করেন। বারাসতেও ফ ব-র উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল দু’টি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে। মিছিলকারীদের ধাক্কায় পড়ে যান এসপি-ও। নরেনবাবু এ দিন বলেন, ‘‘দুর্নীতির মামলায় সাংসদ-মন্ত্রীরা যে ভাবে অভিযুক্ত হয়েছেন, তাতে বাংলাই কলঙ্কিত হয়েছে। সিবিআই এঁদের গ্রেফতার করুক। তার আগে মুখ্যমন্ত্রী অভিযুক্তদের পদ থেকে বরখাস্ত করুন।’’