ভারতী ঘোষ। —ফাইল চিত্র।
মাদুরদহে তাঁর ফ্ল্যাটে বসে সিআইডি-র ষড়যন্ত্রের অভিযোগ আগেই এনেছিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। এ বার সেই ফ্ল্যাট থেকেই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল সিআইডি। মঙ্গলবার সিআইডি আধিকারিকেরা জানিয়েছেন, এ দিনের অভিযানে ওই ফ্ল্যাট থেকে মোট ২ কোটি ৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও আগের মতো এ দিনও ওই ফ্ল্যাটের মালিকের নাম উল্লেখ করেনি সিআইডি।
এ দিন ডিআইজি (সিআইডি) নিশাত পারভেজ বলেন, “এখনও পর্যন্ত ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদে ২ কোটি ৪০ লক্ষ টাকা মিলেছে। সমস্ত টাকাই ৫০০ এবং ১০০-র নতুন নোটে ছিল। তবে কোনও গয়না পাওয়া যায়নি।” তিনি আরও বলেন, “কলকাতা লাগোয়া ৩টে জায়গাতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে।”
বাইপাসের কাছে আনন্দপুর থানা এলাকায় মাদুরদহে ‘বেঙ্কট গ্রিনস’ অ্যাপার্টমেন্ট গত কয়েক দিন ধরেই তল্লাশি চালাচ্ছে সিআইডি। সিআইডি মুখ না খুললেও রাজ্যের বাইরে থাকা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের দাবি, ওই ফ্ল্যাটটি তাঁর এবং তাঁর স্বামী এম এ ভি রাজুর নামে রয়েছে। তবে নিশাত পারভেজের দাবি, “ওই ফ্ল্যাটটি কার তা জানা যায়নি। সেটি সিল করা ছিল। এ দিন দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢুকে রেড করা হয়।”
আরও পড়ুন: ফিরল পুরনো নিয়মই, অকৃতকার্যদের পাশ করাতে আবার পরীক্ষা
আরও পড়ুন: বিলে ডুবে মৃত একমাত্র ছেলে, চেক নিয়ে বাড়ি ছেড়েছেন বৌমা
এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন
টাকা উদ্ধারের প্রসঙ্গে ভারতীর স্বামীর আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় অবশ্য এ নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। জয়ন্তবাবু বলেন, “ওই আবাসনে ভারতী ঘোষ এবং তাঁর স্বামী এম এ ভি রাজুর নামে ১২টি ফ্ল্যাট রয়েছে। তবে মালিকানা নিয়ে ভারতীর নাম জানায়নি সিআইডি।” তাঁর দাবি, “গত চার দিন ধরেই ওই ফ্ল্যাটে সিআইডি অফিসারেরা ঘাঁটি গেড়ে বসেছিল। কী হচ্ছে, কী ভাবে হচ্ছে তা বোঝা যাচ্ছে না। আমরা আদালতে গোটা বিষয়টাই জানাব।”