Chokher Alo

অন্ধত্ব প্রতিরোধে রাজ্যের নতুন প্রকল্প ‘চোখের আলো’

শুধুমাত্র বয়স্করা নন, সকলেই চোখের চিকিৎসা করাতে পারবেন এই প্রকল্পে আওতায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ২২:২৪
Share:

প্রতীকী ছবি।

চোখের চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ করতে নতুন প্রকল্প ঘোষণা করল রাজ্য সরকার। ‘চোখের আলো’ নামে ওই প্রকল্পে রাজ্যের সমস্ত মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা করাতে পারবেন। আগামী কাল মঙ্গলবার থেকেই এই প্রকল্প চালু করা হবে। এ প্রসঙ্গে সোমবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘চোখের আলো নামে একটি প্রকল্প চালু করছি। এই প্রকল্পে আগামী ৫ বছরে ২০ লক্ষ বয়স্ক মানুষের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। এমনকি প্রয়োজন অনুসারে আমরা বিনামূল্যে চশমাও দেব।’’

Advertisement

শুধুমাত্র বয়স্করা নন, সকলেই চোখের চিকিৎসা করাতে পারবেন এই প্রকল্পে আওতায়। সরকারি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরও বিনামূল্যে চোখ পরীক্ষা ও দরকারে বিনামূল্যে চশমা দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আগামী ৫ বছরে আমাদের লক্ষ্য নবীন থেকে প্রবীণ, নবজাতক থেকে বৃদ্ধ— সকলের চোখের চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ করা।’’ সেই মতো সরকারি স্কুলের পড়ুয়াদের চোখ পরীক্ষা করে প্রয়োজনমাফিক ৪ লক্ষ চশমা বিনামূল্যে দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় অঙ্গনওয়াড়ির পড়ুয়ারাও থাকবেন বলে জানান মমতা।

প্রথম পর্যায়ে মঙ্গলবার থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। ১২০০টি গ্রাম পঞ্চায়েত ও শহরের ১২০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই প্রকল্প চালু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ধাপে ধাপে সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পুরসভাকে এই প্রকল্পের আওতায় আনা হবে। ২০২৫ সালের মধ্যে রাজ্যে সকলের জন্য স্বাস্থ্য ও চোখের চিকিৎসা করা হবে বিনামূল্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement