কুনমিং থেকে কলকাতা পর্যন্ত উচ্চগতির ট্রেন চালাতে চায় চিন। তাদের দাবি, এই রেলপথ ব্যবহার করে ভারত তো বটেই, বাংলাদেশ ও মায়ানমারও তাদের বাণিজ্য বাড়াতে পারবে। চারটি দেশের মধ্যে রেল যোগাযোগও গড়ে উঠবে। কুনমিংয়ে আঞ্চলিক যোগাযোগ বিষয়ক একটি সম্মলনে বিষয়টি উঠে এসেছে। কুনমিং প্রাদেশিক সরকারের ভাইস সেক্রেটারি লি জি মিং বলেন, ‘‘বিষয়টি বাস্তবায়ন করতে আমরা খুবই উৎসাহী। এই হাইস্পিড করিডর দিয়ে পণ্য ও যাত্রী— দুই-ই পরিবহণ করা যাবে।’’ এই রেলপথ পাততে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক থেকে ঋণ নিতে আগ্রহী চিন। তাদের দাবি, ২৮০০ কিলোমিটার রেলপথটি চালু হলে চার দেশের মধ্যে বছরে ১৩,২০০ কোটি ডলারের বাণিজ্য হতে পারে।