রাজ্যে ৮% শিশু ভুগছে অপুষ্টিতে

সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্নের উত্তরে শশীদেবীই জানান, রাজ্যে এখনও ৮.১৯ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। তবে সেই অপুষ্টির মাত্রাভেদ আছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১৭
Share:

প্রতীকী ছবি।

রাজ্য সরকারের প্রকল্প আছে অনেক। তা সত্ত্বেও পাঁচ বছরের কম বয়সের ৮.১৯ শতাংশ শিশু এখনও অপুষ্টির শিকার। কেন এই অবস্থা, উঠছে প্রশ্ন। এই অবস্থায় অবিলম্বে অপুষ্টির হার কমাতে সরকারি প্রকল্পগুলির নিবিড় প্রয়োগের নির্দেশ দিয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

Advertisement

সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্নের উত্তরে শশীদেবীই জানান, রাজ্যে এখনও ৮.১৯ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। তবে সেই অপুষ্টির মাত্রাভেদ আছে। সরকারি সূত্রের খবর, সংখ্যার নিরিখে মারাত্মক অপুষ্টির শিকার ১১ হাজার ২৬২টি শিশু। চার লক্ষ ৯৬ হাজার শিশুর মধ্যে মাঝারি মাত্রায় অপুষ্টি রয়েছে। ৫৭ লক্ষ শিশুর পুষ্টির মাত্রা স্বাভাবিক। চলতি বছর জুলাই পর্যন্ত ছ’মাস থেকে ছ’বছরের শিশুদের মধ্যে সমীক্ষা চালায় রাজ্য। মন্ত্রী জানান, বাম আমলে অপুষ্টির হার ৩০ শতাংশের উপরে ছিল। আট বছরে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে শশীদেবীর দাবি। কিন্তু তৃণমূলের এত দিনের শাসনে বেশ কয়েকটি সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও শিশুরা কেন অপুষ্ট থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। সরকারি সূত্রের দাবি, বিভিন্ন জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারের প্রকল্পগুলির যেন উপযুক্ত প্রয়োগ নিশ্চিত করা হয়। সেই সঙ্গে পুষ্টির গুণমানযুক্ত বিশেষ খাবারের প্যাকেট অপুষ্টিতে আক্রান্ত শিশুদের দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement