ফাইল চিত্র।
সিউড়ি ক্যানালের ধারে বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল বালকের। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বীরভূমের পাড়ুই থানার অবিনাশপুর পঞ্চায়েতের ক্ষতিপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ নাসিরউদ্দিন (১১)।
কী ভাবে বোমা ক্যানাল পাড়ে এল, তা জানতে তদন্ত করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষতিপুর গ্রাম ঢোকার মুখেই ক্যানাল। এ দিন দুপুরে সেখানে খেলতে যায় নাসিরউদ্দিন। পরিবারের দাবি, ক্যানাল পাড়ে বোমা পড়েছিল। সেটিকে বল ভেবে খেলতে যায় নাসিরউদ্দিন। তখনই বোমা ফেটে গুরুতর আহত হয়। সেই সময় রাস্তা দিয়ে গ্রামের কয়েক জন যাচ্ছিলেন। তাঁরা নাসিরউদ্দিনের পরিবারকে খবর দেন। দ্রুত বালককে উদ্ধার করে প্রথমে সুলতানপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দাদু শেখ জামির বলছেন, ‘‘ওই ক্যানালে কে বা কারা বোমা রেখেছে, কেনই বা রেখেছিল জানি না। যেহেতু আমরা চোখে কিছু দেখিনি। তাই কোনও অভিযোগ করিনি।’’
জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী অবশ্য বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে দেখছি।’’
এই এলাকায় বোমা উদ্ধার নতুন ঘটনা নয়। ভোটের আগে-পরেও পাড়ুইয়ের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে।
ভোটের আগে অবিনাশপুর অঞ্চলে রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজিরও একাধিক ঘটনা ঘটেছে। বোমা ফেটে বালকের মৃত্যুর ঘটনায় অবশ্য তৃণমূল, বিজেপি দু’পক্ষই ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি তুলেছে। তৃণমূলের সিউড়ি ২ ব্লকের সভাপতি নুরুল ইসলামের কথায়, ‘‘বোমাটা কী ভাবে ওখানে এল, কারা রেখে গেল বা কারা ফেলে গেল সেটা পুলিশ তদন্ত করে দেখুক।’’ একই দাবি তুলেছেন বিজেপির জেলা সহ সভাপতি উত্তমকুমার রজকও।