Arijit Singh

গায়ক অরিজিৎ সিংহকে হাসপাতাল তৈরিতে সব রকম সহযোগিতা করতে প্রশাসনকে নির্দেশ মমতার

বৃহস্পতিবার মালদহের প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্য বিষয়ক আলোচনার মধ্যেই অরিজিতের হাসপাতাল তৈরির প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি প্রশাসনকে বলব ওঁর জন্য সব রকম সহযোগিতা করতে হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৪:৩৪
Share:

অরিজিতের হাসপাতাল তৈরির উদ্যোগে সহায়তা করতে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। — ফাইল চিত্র।

জঙ্গিপুরে নিজের খরচে একটি হাসপাতাল তৈরি করতে চান গায়ক অরিজিৎ সিংহ। এ বার সেই হাসপাতাল তৈরিতে রাজ্য এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে একযোগে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মালদহ এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে জেলার স্বাস্থ্য বিষয়ক আলোচনার মধ্যেই অরিজিতের হাসপাতাল তৈরির প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘গ্রামের ছেলে অরিজিৎ গ্রামের জন্য কিছু করতে চায়। একটা হাসপাতাল তৈরি করতে চায় ও। সেই কাগজপত্র জেলা প্রশাসনের কাছে দিয়ে দিয়েছি।’’ এর পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অরিজিৎ নিজে জিয়াগঞ্জের বাসিন্দা। কিন্তু হাসপাতাল তৈরি করতে চায় জঙ্গিপুরে। আমি প্রশাসনকে বলব ওর জন্য সব রকম সহযোগিতা করতে হবে।’’

Advertisement

অরিজিতের হাসপাতাল তৈরির উদ্যোগে সহায়তা করতে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘অরিজিৎ জঙ্গিপুরে হাসপাতাল তৈরি করলে তো সবচেয়ে খুশি হবেন খলিলুর। তাই বলব অরিজিৎকে সাহায্য করতে।’’ বৈঠকে মোট তিন বার অরিজিতের হাসপাতাল তৈরির কথা বলেছেন মমতা। তিনি বলেন, ‘‘জঙ্গিপুরে রাজ্য সরকার একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করেছে। তা-ও অরিজিৎ হাসপাতাল তৈরি করলে মানুষের সুবিধাই হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement