JP Nadda

নড্ডার কনভয়ে হামলা নিয়ে এ বার মুখ্যসচিব ও ডিজি-কে দিল্লিতে তলব

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় নতুন করে তেতে উঠেছে রাজ্য রাজনীতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ১৫:২৯
Share:

—ফাইল চিত্র।

জেপি নড্ডার কনভয়ে হামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদে জানতে এ বার দিল্লিতে ডেকে পাঠানো হল রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে। আগামী ১৪ ডিসেম্বর রাজ্য প্রশাসনের এই দুই শীর্ষ কর্তাকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ডেকে পাঠানোর বিষয়টি নবান্ন সূত্রে নিশ্চিত করা হলেও, কী বিষয়ে কথাবার্তার জন্য তলব করা হয়েছে তাঁদের, তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement

শুক্রবার সকালে বিজেপি সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন। টুইটারে তিনি লেখেন, ‘গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলা, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের ডিজিপিকে আগামী ১৪ ডিসেম্বর দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত যে, ওঁর জঙ্গলরাজে লাগাম টানার জন্য দেশে সংবিধান এবং অসংখ্য আইন রয়েছে’।

বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে সভা করতে গিয়ে দফায় দফায় বাধার মুখে পড়েন নড্ডা। বিজেপির অভিযোগ, আমতলা থেকে শিরাকোলের দিকে এগোনোর সময় আশপাশ থেকে এলোপাথাড়ি ইট, লাঠিসোটা এবং বোতল উড়ে আসতে শুরু করে। কৈলাস বিজয়বর্গীয়ের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। তাতে আঘাত পান রাজ্যে বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস। উড়ে আসা বোতলের ঘায়ে রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষের গাড়ির কাচ ভেঙে যায় বলেও অভিযোগ করে গেরুয়া শিবির।

Advertisement

আরও পড়ুন: আগুন নিয়ে খেলবেন না, নড্ডার কনভয়ে হামলা নিয়ে মমতাকে হুঁশিয়ারি ধনখড়ের​

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় নতুন করে তেতে উঠেছে রাজ্য রাজনীতি। বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যসচিব এবং ডিজিকে রাজভবনে ডেকে পাঠান তিনি। কিন্তু তাঁদের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট না হয়ে নিজে থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি রিপোর্ট জমা দেন। সংবাদমাধ্যমে রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন তিনি। তার পরই এ দিন মুখ্যসচিব এবং ডিজিকে দিল্লিতে তলব করে স্বরাষ্ট্র মন্ত্রক।

ডায়মন্ড হারবারের ঘটনা নিয়ে যে তাঁরা হাত গুটিয়ে বসে থাকবেন না, গতকাল সাংবাদিক বৈঠক করে তা স্পষ্ট করে দিয়েছিলেন নড্ডা। রাজ্য পুলিশের তদন্তে তাঁদের আস্থা নেই বলে সাফ জানিয়ে দিয়েছিলেন। প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তার পর রাতেই দিল্লি থেকে নবান্নের কাছে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, নড্ডার কনভয়ে হামলার জবাব দিতে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর খোদ অমিত শাহ দু’দিনের বাংলা সফরে আসছেন।

আরও পড়ুন: নড্ডার কনভয়ে হামলার জবাব দিতে রাজ্যে আসছেন অমিত​

(এ বিষয়ে মুখ্যসচিব এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু বলেননি। তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলে আমরা আপডেট দেব।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement