নয়না বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
প্রকাশ্য মঞ্চে বুধবার কেঁদে ফেলতে দেখা গিয়েছিল নয়না বন্দ্যোপাধ্যায়কে। এ বার তাঁকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, তাঁকে ভর্ৎসনার যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। বাস্তবতার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেও চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার পার্ক সার্কাস ময়দানে কলকাতা পুরসভার ইফতারে যোগ দিয়েছিলেন নয়না। গিয়েছিলেন মমতাও। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময়ের পর সতীর্থদের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেলতে দেখা গিয়েছিল নয়নাকে। সেই খবরটি আনন্দবাজার অনলাইন করেছিল। সেখানে নয়নার কাঁদার কারণ হিসাবে তৃণমূল সূত্রে জানতে পারা দু’টি মতের কথা লেখা হয়েছিল। একটি অংশ যেমন দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী নয়নাকে মন দিয়ে কাজ করার পরামর্শ দিয়েছিলেন। অন্য দিকে, আর একটি অংশের দাবি ছিল, নয়না মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ঠিকই। কিন্তু তাঁদের মধ্যে কী কথা হয়েছে, কেউই শোনেননি। তাই মুখ্যমন্ত্রী তাঁর ওপর আস্থা জ্ঞাপন করেছেন, না তিরস্কৃত করেছেন, তা বলা স্পষ্ট নয়।
মুখ্যমন্ত্রী যে তাঁকে বকেননি, নয়নার সেই বক্তব্য ওই খবরে লেখে হয়েছিল। নয়না বলেছিলেন, ‘‘আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর অবশ্যই কথা হয়েছে। তবে তিনি আমাকে কখনওই বকেননি। এ সব যাঁরা রটাচ্ছেন, তাঁরা ঠিক কথা বলছেন না।’’
এর পর বৃহস্পতিবার নয়নাকে চিটি লিখেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা লিখেছেন, ‘‘বিভিন্ন সংবাদমাধ্যমে ‘তোকে ভর্ৎসনা করেছি’ বলে যে সংবাদ বেরিয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনও সম্পর্ক নেই। আর গতকালের প্রোগ্রাম একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। তাই রাজনীতির কোনও কথা সেখানে হয়নি। শুধু কেমন আছিস, এ সব বলা ছাড়া।’’ নয়নাকে ভর্ৎসনার যে খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও চিঠিতে জানিয়েছেন মমতা। লিখেছেন, ‘‘আমি সত্যিই মর্মাহত এ সব মিথ্যা সংবাদ দেখে।’’
চিঠিতে নয়নাকে ভাল করে কাজ করার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘‘ভাল করে মানুষের কাজ করে যা। আর ভাল থাকিস।’’