সেলফি বা নিজস্বী এখন অনেকেরই দিনযাপনের অঙ্গ। সেই নিজস্বীকে সঙ্গী করেই এ বার গণতন্ত্রের উৎসবে সাধারণের যোগদান আরও সুনিশ্চিত করতে চায় রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার (সিইও)-এর দফতর।
ভোটে বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধীদের অংশগ্রহণের ক্ষেত্রে তালিকায় নাম তোলা থেকে তাঁদের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করছে জাতীয় নির্বাচন কমিশন। এর মাধ্যমে আমজনতাকেও বার্তা দিতে চাইছে তারা। তার সঙ্গে সাযুজ্য রেখে এ বার প্রতিবন্ধীদের ক্ষেত্রে নিজস্বীর ব্যবস্থা করল সিইও দফতর।
রাজ্যের শেষ ভোটার তালিকায় প্রায় দু’লক্ষ প্রতিবন্ধী ভোটার ছিলেন। ওই তালিকা সংশোধনের পরে, এ বার তা অনেকাংশে বাড়বে বলে সিইও দফতরের কর্তারা আশাবাদী। ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা। তার পরেই নতুন প্রতিবন্ধীর সংখ্যাও জানা যাবে।
এ-পর্যন্ত যত প্রতিবন্ধী ভোটার চিহ্নিত করা হয়েছে, তাঁরাই নিজস্বী তুলবেন। বুথ লেভেল অফিসার (বিএলও) ট্যাব নিয়ে ওই ভোটারদের কাছে যাবেন। সেই ট্যাবেই নিজস্বী তুলবেন প্রতিবন্ধী ভোটারেরা। সঙ্গে একটি ‘ট্যাগ লাইন’ও মুখে বলার কথা তাঁদের। তাতে থাকবে তাঁর ভোট দেওয়ার বার্তা। সেই সব নিজস্বী জেলা প্রশাসনের পোর্টালে ঠাঁই পাবে, সিইও দফতরের পোর্টালেও রাখা হবে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে সব জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছে সিইও দফতর। কবে এই প্রক্রিয়া শুরু হবে, তা নির্দিষ্ট হয়নি। ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। তার আগে এই নিজস্বী তোলার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে সিইও দফতর।
সিইও দফতরের কর্তাদের মতে, প্রতিবন্ধীরা যাতে ভোটে যোগ দিতে উৎসাহ পান, তা এই নিজস্বী তোলার অন্যতম কারণ তো বটেই। সেই সঙ্গে প্রতিবন্ধীদের এই বার্তা সাধারণ মানুষকে ভাবাবে।