WB Public Holidays 2025

২০২৫: ছুটির তালিকা, ছোট ছুটি, বড় ছুটি দেখে নিয়ে এখনই কষে নিতে পারেন সারা বছরের ছক

নতুন বছরের ছুটির তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে । ২০২৫ সালে সরকারি ছুটি কবে কবে? দুর্গাপুজোর ছুটিই বা কত দিন? রইল পূর্ণাঙ্গ তালিকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:৪২
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ সালকে স্বাগত জানাতে চলেছে গোটা বিশ্ব। উৎসবের মেজাজ সর্বত্র। সেই সঙ্গে চলছে নতুন বছরের ক্যালেন্ডারের খোঁজও। আর সেই ক্যালেন্ডারে লাল কালির দিকে নজর অনেকেরই। সে ভাবেই সাজিয়ে ফেলা ঘুরতে যাওয়ার প্ল্যান। কিংবা ছুটির দিন দেখেই গুছিয়ে নেওয়া নিজেদের কাজকর্ম! বাংলায় সরকারি কর্মী বা স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য নতুন বছরে রয়েছে ৫০-এর বেশি ছুটি।

Advertisement

ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে। তালিকায় যেমন রয়েছে কেন্দ্রীয় সরকারি ছুটি (এনআই অ্যাক্ট অনুযায়ী), তেমনই রাজ্যেরও সরকারি ছুটিও। এ ছাড়াও ব্যাঙ্কের কিছু আলাদা ছুটি তো থাকছেই। এ বছর পুজোর ছুটি থাকছে ২১ দিন! যদিও বেশ কয়েকটি সরকারি ছুটি সপ্তাহান্তে পড়ায় মাথায় হাত অনেকেরই।

এনআই অ্যাক্ট, ১৮৮১ অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর প্রতি বছরই ছুটির একটি তালিকা তৈরি করে। সেই তালিকা এক এক রাজ্যের জন্য এক এক রকম। নতুন বছরে সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের জন্য ২৫টি ছুটি।

Advertisement

নববর্ষ: ১ জানুয়ারি (বুধবার)

স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী: ১২ জানুয়ারি (রবিবার)

নেতাজিজয়ন্তী: ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার)

সাধারণতন্ত্র দিবস: ২৬ জানুয়ারি (রবিবার)

সরস্বতী পুজো: ২ ফেব্রুয়ারি (রবিবার)

দোলযাত্রা: ১৪ মার্চ (শুক্রবার)

ইদ-উল-ফিতর: ৩১ মার্চ (সোমবার)

রামনবমী: ৬ এপ্রিল (রবিবার)

মহাবীর জয়ন্তী: ১০ এপ্রিল (বৃহস্পতিবার)

বিআর অম্বেডকরের জন্মদিন: ১৪ এপ্রিল (সোমবার)

বাংলা নববর্ষ: ১৫ এপ্রিল (মঙ্গলবার)

গুড ফ্রাইডে: ১৮ এপ্রিল (শুক্রবার)

মে ডে: ১ মে (বৃহস্পতিবার)

রবীন্দ্রজয়ন্তী: ৯ মে (শুক্রবার)

বুদ্ধপূর্ণিমা: ১২ মে (সোমবার)

ইদুজ্জোহা: ৭ জুন (শনিবার)

মহরম: ৬ জুলাই (রবিবার)

জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবস: ১৫ অগস্ট (শুক্রবার)

মহালয়া: ২১ সেপ্টেম্বর (রবিবার)

দুর্গাপুজোর ছুটি: ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর

গান্ধীজয়ন্তী: ২ অক্টোবর (বৃহস্পতিবার)

লক্ষ্মীপুজো: ৬ অক্টোবর (সোমবার)

কালীপুজো: ২০ অক্টোবর (সোমবার)

ভ্রাতৃদ্বিতীয়া: ২৩ অক্টোবর (বৃহস্পতিবার)

ছটপুজো: ২৭ অক্টোবর (সোমবার)

নানকজয়ন্তী: ৫ নভেম্বর (বুধবার)

ক্রিসমাস: ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রাজ্য সরকারের ছুটির তালিকাও নেহাত ছোট নয়। উপরের তালিকার সঙ্গে যুক্ত হবে এই ছুটিগুলি।

সরস্বতী পুজোর পরদিন: ৩ ফেব্রুয়ারি (সোমবার)

শবে বরাত ও পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী: ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার)

শিবরাত্রি: ২৬ ফেব্রুয়ারি (বুধবার)

দোলযাত্রার পরদিন: ১৫ মার্চ (শনিবার)

হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী: ২৭ মার্চ (বৃহস্পতিবার)

ইদ-উল-ফিতরের পরদিন: ১ এপ্রিল (মঙ্গলবার)

ইদুজ্জোহার আগের দিন: ৬ জুন (শুক্রবার)

রথযাত্রা: ২৭ জুন (শুক্রবার)

রাখিবন্ধন: ৯ অগস্ট (শনিবার)

ফাতেহা-দোয়াজ়-দাহাম: ৫ সেপ্টেম্বর (শুক্রবার)

দুর্গাপুজোর চতুর্থী: ২৬ সেপ্টেম্বর (শুক্রবার)

দুর্গাপুজোর পঞ্চমী: ২৭ সেপ্টেম্বর (শনিবার)

দুর্গাপুজোর একাদশী: ৩ অক্টোবর (শুক্রবার)

দুর্গাপুজোর দ্বাদশী: ৪ অক্টোবর (শনিবার)

লক্ষ্মীপুজোর পরের দিন: ৭ অক্টোবর (মঙ্গলবার)

কালীপুজো (অতিরিক্ত ছুটি): ২১ অক্টোবর (মঙ্গলবার) এবং ২২ অক্টোবর (বুধবার)

ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন: ২৪ অক্টোবর (শুক্রবার)

ছটপুজোর পরের দিন: ২৮ অক্টোবর (মঙ্গলবার)

বিরসা মুন্ডার জন্মবার্ষিকী: ১৫ নভেম্বর (শনিবার)

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

এ ছাড়াও, শিখ সম্প্রদায়ের জন্য প্রকাশ পরব উপলক্ষে ৬ জানুয়ারি ছুটি দেওয়া হয়েছে। গুরু রবিদাসদের ভক্তদের জন্য তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ছুটি দিয়েছে রাজ্য সরকার। খ্রিস্টানদের জন্য ১৯ এপ্রিল ইস্টার স্যাটারডে ছুটি থাকছে। ৩০ জুন হুল দিবসের ছুটি থাকবে। রবিবারে পড়েছে এমন ছুটির মধ্যে রয়েছে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী (১২ জানুয়ারি), প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), রামনবমী (৬ এপ্রিল) এবং মহরম (৬ জুলাই)। ব্যাঙ্ককর্মীদের জন্য ১ এপ্রিল ছুটি থাকছে। করমপুজো উপলক্ষেও রাজ্য সরকার ছুটি রেখেছে তালিকায়। কিন্তু এখনও সেই তারিখ ঘোষণা করা হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে পরে তা ঘোষণা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement