NEET Paper Leak Case

পরীক্ষা-বিক্ষোভে ছাত্র পরিষদ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২৪ ০৮:৩৫
Share:

নিট ও নেট নিয়ে ছাত্র পরিষদের বিক্ষোভে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। —নিজস্ব চিত্র।

নিট ও নেট পরীক্ষা নিয়ে কেলেঙ্কারির প্রতিবাদে পথে নামল ছাত্র পরিষদ। দুর্নীতির সিবিআই তদন্তের দাবিতে শুক্রবার মৌলালি মোড়ে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলা হয়েছে বিক্ষোভ থেকে। মৌলালি যুব কেন্দ্রে এ দিন দলের বৈঠক শেষে ছাত্র পরিষদের ওই বিক্ষোভে শামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেসের নেতা শুভঙ্কর সরকার প্রমুখ। সংগঠনের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ, কলকাতা জেলা সভাপতি দেবজ্যাতি দাসের নেতৃত্বে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে কেন্দ্রীয় সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement