প্রতীকী ছবি।
গ্রাম পঞ্চায়েতের জন্য অর্থ কমিশনের সুপারিশে পশ্চিমবঙ্গ সরকার ১১০৩ কোটি টাকা অনুদান পাচ্ছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক আজ পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে গ্রাম পঞ্চায়েত, স্বশাসিত জেলা পরিষদ, গ্রামসভাগুলির জন্য অনুদান বাবদ ২৮টি রাজ্যের জন্য ১৫১৮৭.৫ কোটি টাকা মঞ্জুর করেছে।
অর্থ মন্ত্রকের বক্তব্য, এই টাকায় গ্রাম পঞ্চায়েতগুলি নিকাশি, গ্রামকে প্রকাশ্যে শৌচমুক্ত রেখে দেওয়ার কাজ, পানীয় জল সরবরাহ, বৃষ্টির জল সংরক্ষণ, জল পুনর্ব্যবহারের কাজ করতে পারবে। পঞ্চদশ অর্থ কমিশন চলতি অর্থ বছরে পুরসভা ও গ্রাম পঞ্চায়েতের জন্য মোট ৯০ হাজার কোটি টাকা অনুদানের সুপারিশ করেছিল। এর মধ্যে গ্রামের স্থানীয় প্রশাসনের জন্য ৬০,৭৫০ কোটি টাকা অনুদানের সুপারিশ ছিল। অর্থ মন্ত্রক তারই প্রথম কিস্তির টাকা মঞ্জুর করেছে। এর অর্ধেক টাকা খরচে কোনও শর্ত থাকবে না। বাকি অর্ধেক টাকা নিকাশি, গ্রামকে প্রকাশ্যে শৌচমুক্ত রেখে দেওয়ার কাজ, পানীয় জল সরবরাহ, বৃষ্টির জল সংরক্ষণ, জল পুনর্ব্যবহারের মতো কাজে ব্যবহার করা যাবে। কেন্দ্রের নির্দেশ, টাকা পাওয়ার দশ দিনে রাজ্যগুলিকে তা পঞ্চায়েতের হাতে তুলে দিতে হবে। তার বেশি দেরি হলে সুদ-সহ অনুদান দিতে হবে।