Calcutta High Court

Calcutta High Court: কলকাতা হাইকোর্টে পাঁচ অতিরিক্ত বিচারপতি নিয়োগ করল কেন্দ্র

হাইকোর্টে বিচারপতি নিয়োগের সুপারিশ করে সুপ্রিম কোর্টে কলেজিয়াম। তা খতিয়ে দেখার পর বিচারপতি নিয়োগ করে কেন্দ্রের আইন মন্ত্রক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৩:৫২
Share:

ফাইল চিত্র।

কলকাতা হাইকোর্টে পাঁচ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ করল কেন্দ্রীয় সরকার। তাঁদের মধ্যে তিন জন বাঙালি বিচারপতি রয়েছেন। যে পাঁচ বিচারপতিকে নিয়োগ করা হয়েছে তাঁরা হলেন, কেসং ডোমা ভুটিয়া, রবীন্দ্রনাথ সামন্ত, সুগত মজুমদার, বিভাস পট্টনায়ক এবং আনন্দকুমার মুখোপাধ্যায়।

সুগত এবং বিভাসকে দু’বছর, ভুটিয়া ন’মাস, আনন্দ এক বছর এবং রবীন্দ্রনাথকে ২২ মাসের জন্য কলকাতা হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করল কেন্দ্রের আইন মন্ত্রক। কিছু দিন আগে কৌশিক চন্দকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এ বার পাঁচ জন অস্থায়ী বিচারপতি নিয়োগ করা হল।

Advertisement

হাইকোর্টে বিচারপতি নিয়োগের সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তা খতিয়ে দেখার পর বিচারপতি নিয়োগ করে কেন্দ্রের আইন মন্ত্রক। কলকাতা হাই কোর্টে অর্ধেকেরও কম বিচারপতি নিয়ে কাজ চলছিল। বিচারপতি কম থাকার কারণে মামলার গতিও শ্লথ হয়ে যাচ্ছিল। একের পর এক মামলা জমছিল। দ্রুত মামলা নিষ্পত্তির জন্য এবং পড়ে থাকা মামলাগুলির দ্রুত শুনানির জন্য তাই কলকাতা হাইকোর্টে বিচারপতি নিয়োগের জন্য সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তার পরই এই পাঁচ বিচারপতিকে নিয়োগ করল কেন্দ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement