পতাকা দিবস পালনের নির্দেশ বিশ্ববিদ্যালয়ে

ইউজিসি-র সচিব ও অর্থনৈতিক পরামর্শদাতা পিকে ঠাকুরের স্বাক্ষরিত ওই নির্দেশে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীন কলেজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনা জওয়ানদের আত্মত্যাগের বিষয়ে পড়ুয়াদের সচেতন করতে বলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ০৩:১৭
Share:

দেশের সুরক্ষা সুনিশ্চিত করতে গিয়ে যে-সব সেনা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মরণে প্রতি বছর সামরিক বাহিনীর ‘ফ্ল্যাগ ডে’ বা পতাকা দিবস পালন করা হয় ৭ ডিসেম্বর। কেন্দ্রীয় সরকার এ বার সব কলেজ-বিশ্ববিদ্যালয়কেও এই ফ্ল্যাগ ডে পালনের নির্দেশ দিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই বিষয়ে সোমবার একটি নির্দেশিকা জারি করেছে।

Advertisement

ইউজিসি-র সচিব ও অর্থনৈতিক পরামর্শদাতা পিকে ঠাকুরের স্বাক্ষরিত ওই নির্দেশে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীন কলেজে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনা জওয়ানদের আত্মত্যাগের বিষয়ে পড়ুয়াদের সচেতন করতে বলা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য প্রদীপ ঘোষ এ দিন জানান, কেন্দ্রের ওই নির্দেশ এখনও তাঁরা হাতে পাননি। পেলে পতাকা দিবস কী ভাবে পালন করা হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসব চৌধুরী জানান, তাঁরা সব সময়েই ইউজিসি-র নির্দেশ পালনের চেষ্টা করেন। সামরিক বাহিনীতে যাঁরা রয়েছেন, তাঁদের সব সময়েই বিশেষ গুরুত্ব দেওয়া হয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে। উদাহরণ দিয়ে উপাচার্য জানান, সেনাবাহিনীতে কর্মরত এক যুবক কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তিনি তাঁর অসমাপ্ত লেখাপড়া শেষ করতে চান। উপাচার্য ওই যুবককে জানান, তাঁকে ক্লাস করতে হবে না। শুধু পরীক্ষার জন্য ঠিকঠাক প্রস্তুতি চালালেই হবে। বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ তাঁর পরীক্ষায় বসার ব্যবস্থা করে দেবেন।

Advertisement

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী এখনও ইউজিসি-র চিঠি পাননি। তিনি বলেন, ‘‘নির্দেশ পেলে দেখব। যদি সম্ভব হয়, দিনটি পালন করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement