দশমে বোর্ড পরীক্ষা ফেরাচ্ছে সিবিএসই

দশম শ্রেণিতে বোর্ডের পরীক্ষা ফিরিয়ে আনছে সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এগ্জামিনেশন)। ২০১৮ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে বোর্ড পরীক্ষা। এখন রয়েছে ঐচ্ছিক। পাশাপাশি পাশফেল প্রথাও ফিরতে পারে নতুন মোড়কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ০৩:০৭
Share:

দশম শ্রেণিতে বোর্ডের পরীক্ষা ফিরিয়ে আনছে সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এগ্জামিনেশন)। ২০১৮ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণিতে বাধ্যতামূলক হচ্ছে বোর্ড পরীক্ষা। এখন রয়েছে ঐচ্ছিক। পাশাপাশি পাশফেল প্রথাও ফিরতে পারে নতুন মোড়কে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রের খবর, ২৫ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করবেন মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

Advertisement

২০১০ সালে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষাকে ঐচ্ছিক ঘোষণা করা হয়। এ বার সমস্ত পরীক্ষার্থীদের জন্যই অভিন্ন বোর্ড পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। সিদ্ধান্ত হয়েছে, পঞ্চম শ্রেণি পর্যন্ত পাশফেল থাকবে না। তবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল থাকবে কি না সিদ্ধান্ত নেবে রাজ্যগুলি। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে ফেল করলে সেই পড়ুয়াদের ফের পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? বোর্ড সূত্রের খবর, অনেক দিন থেকেই বিভিন্ন রাজ্য, স্কুল এবং অভিভাবকদের থেকে প্রস্তাব আসছিল পুরনো নিয়ম ফিরিয়ে আনার। পাশ ফেল বন্ধের কারণে দশম শ্রেণিতে উঠে চাপের মুখে পড়ছিলেন অনেক ছাত্রছাত্রী। আগ্রহ হারাচ্ছিলেন পড়াশোনায়। প্রাক্তন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিও জানান, নয়া শিক্ষানীতি চালুর আগে তাঁরা শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষদের থেকে পরামর্শ চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement