ফাইল ছবি।
গরু পাচার মামলার পর ‘ভোট পরবর্তী হিংসা’। আবার সিবিআই তলব করল তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিন্তু প্রশ্ন হল, মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হবেন কি কেষ্ট?
বৃহস্পতিবারই কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজির হয়েছিলেন তিনি। তার পর ফেরেন নিজের বীরভূমের বাড়িতে। তাঁকে মঙ্গলবার দুপুর ১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে।
বীরভূমে অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মঙ্গলবার হয়তো সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের সামনে হাজিরা দিচ্ছেন না তিনি। কারণ হিসেবে জানা যাচ্ছে, তাঁর শারীরিক অসুস্থতা। সে ক্ষেত্রে কেন তিনি হাজির হতে পারলেন না, সেই কারণ জানিয়ে অনুব্রতর আইনজীবী যেতে পারেন সিবিআই কার্যালয়ে।
‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় এর আগেও অনুব্রতকে তলব করেছিল সিবিআই। তখন গোয়েন্দাদের মুখোমুখি হননি তিনি। কিন্তু গরুপাচার মামলায় নির্দিষ্ট সময়ের দু’দিন আগে, বৃহস্পতিবারই অনুব্রত নিজাম প্যালেসে গিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেন। তার পর শারীরিক পরীক্ষানিরীক্ষা করিয়ে ফেরেন বীরভূমে, নিজের বাড়িতে। এর পরই মঙ্গলবার হাজিরা দেওয়ার নির্দেশ পৌঁছয় অনুব্রতর কাছে।