মাসখানেক আগে দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে তাঁকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েলকে আজ, বুধবার ফের তলব করেছে সিবিআই। স্টিং অপারেশনের তদন্তে আজ কলকাতার নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে তাঁর কাছে।
সিবিআই সূত্রের খবর, সাম্প্রতিক তদন্তে নতুন কিছু তথ্য উঠে এসেছে। তাই ওই অপারেশনের হোতা হিসেবে ম্যাথুকে ফের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে নোটিসে জানিয়েছেন সিবিআইয়ের এসপি রঞ্জিত কুমার।
মাস চারেক আগে ম্যাথুর দু’দফায় ফিসচুলার অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন তাঁর কোচির বাড়িতে রয়েছেন। সিবিআইয়ের ডাকে মাসখানেক আগে সেখান থেকেই দিল্লি যান তিনি। আধশোয়া অবস্থাতেই সিবিআইয়ের তদন্তকারীদের যাবতীয় প্রশ্নের জবাব দেন ম্যাথু। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সম্প্রতি নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও।
আজ ম্যাথুর তৃতীয় দফায় অস্ত্রোপচার হবে বলে জানানো হয়েছে। এ দিন ম্যাথুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকের সব রিপোর্ট ইডি-র কাছে পাঠানো হয়েছে। চিকিৎসকের সবুজ সঙ্কেত পেলেই আমি ইডি-র দফতরে হাজিরা দেবো। একই ভাবে সিবিআইয়ের কাছেও চিকিৎসার সব রিপোর্ট পাঠিয়ে সময় চাইব।’’
সিবিআই সূত্র জানাচ্ছে, স্টিং অপারেশনে রাজ্যের শাসক দলের ১৩ জন নেতা-মন্ত্রী-সাংসদ টাকা নিয়েছেন বলে এফআইআরে জানানো হয়েছে। এই বিষয়ে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদও করা হয়েছে ম্যাথুকে। কিন্তু তদন্তের অগ্রগতির ভিত্তিতে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন দেখা দিয়েছে। ওই জিজ্ঞাসাবাদ হলে তবেই অভিযুক্ত ১৩ জন নেতা-মন্ত্রীর কাছে নোটিস পাঠিয়ে জেরার ব্যবস্থা করা যাবে।