কোন পরিস্থিতিতে তৃণমূলের নেতা, সাংসদ ও মন্ত্রীদের বিরুদ্ধে স্টিং অপারেশন চালানো হয়েছিল, তা জানতে নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েলকে তলব করেছে সিবিআই। আজ, বৃহস্পতিবার দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী অফিসার পার্থ মুখোপাধ্যায়। ম্যাথুর দাবি, স্টিং অপারেশনে ৮০ লক্ষ টাকা খরচ হয়েছে। তিনি আগেই জানান, রাজ্যসভার তৃণমূল সদস্য কেডি সিংহের লগ্নি সংস্থা অ্যালকেমিস্টের টাকায় এবং ওই সাংসদের নির্দেশেই স্টিং অপারেশন চালানো হয়েছিল। যদিও এ কথা অস্বীকার করেছেন কেডি। এক সিবিআই-কর্তার কথায়, হাইকোর্ট থেকে পাওয়া নারদের ‘এডিটেড’ বা কাটছাঁট করা ফুটেজে ১৪ জন নেতা, মন্ত্রী ও সাংসদকে দেখা গিয়েছে। ম্যাথুর কাছ থেকে সংগৃহীত ‘আন-এডিটেড’ বা কাঁচা ফুটেজে আরও কিছু প্রভাবশালী ব্যক্তির হদিস মিলেছে। এই বিষয়েও ম্যাথুকে জিজ্ঞাসাবাদ করা হবে।