—ফাইল চিত্র।
প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে এ বার বাঁকুড়ার সাত প্রাথমিক শিক্ষককে তলব করল সিবিআই। গত ৫ অগস্ট বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে এই মর্মে চিঠি দিয়েছে তারা। ওই সাত শিক্ষককে নিয়োগের যাবতীয় নথি নিয়ে বুধবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
নিয়োগ মামলায় অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগে মুর্শিদাবাদের চার প্রাথমিক শিক্ষককে সোমবার গ্রেফতার করেছে সিবিআই। এ বার বাঁকুড়ার সাত শিক্ষককে তলব করেছে তারা। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে একাধিক বার বিভিন্ন তথ্য চেয়ে পাঠিয়েছিল সিবিআই। নির্দিষ্ট সময়ে যাবতীয় তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেয় ওই সংসদ। সে সমস্ত তথ্যের ভিত্তিতেই এ বার সাত শিক্ষককে কলকাতায় সিবিআইয়ের দফতরে অর্থাৎ নিজাম প্যালেসে তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
সিবিআই সূত্রে খবর, যে সাত জন প্রাথমিক শিক্ষককে তলব করা হয়েছে, তাঁরা বাঁকুড়া জেলার শালতোড়া পশ্চিম, ওন্দা দক্ষিণ, বিষ্ণুপুর, রানিবাঁধ উত্তর, তালড্যাংরা পূর্ব, সারেঙ্গা এবং বাঁকুড়া সদর পশ্চিম চক্রের অন্তর্গত বিভিন্ন প্রাথমিক স্কুলে কর্মরত। এই সাত জনই ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৭ সালে নিয়োগপত্র পেয়েছিলেন বলে জানিয়েছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। সংসদের সভাপতি বসুমিত্রা সিংহ মঙ্গলবার আনন্দবাজার অনলাইনের কাছে বলেন, ‘‘আমরা গত ৫ অগস্ট সিবিআইয়ের কাছ থেকে তলবি চিঠি পেয়েছি। তার পরেই সংশ্লিষ্ট এলাকার এসআইয়ের মাধ্যমে ওই সাত শিক্ষকের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।’’ তাঁর দাবি, ‘‘ওই সাত শিক্ষককে কেন ডাকা হয়েছে, তা আমি জানি না।’’
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ধৃত জেলে যাওয়া চার শিক্ষকই মুর্শিদাবাদের নবগ্রামে স্কুলে শিক্ষকতা করতেন। আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় সোমবার তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃতদের প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হয়েছে।