কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সেই বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত।
বেহালায় শিশুমৃত্যুর জেরে এ বার ভারী ও মাঝারি পণ্যবাহী ট্রাক ও লরি চলাচলের ক্ষেত্রে নতুন বিধি চালু হল কলকাতায়। সোমবার রাতে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ধরনের গাড়ি কলকাতার রাস্তায় চলাচল করতে পারবে না। এত দিন সকাল ৮টা থেকে শহরে এই নিয়ম বলবৎ ছিল।
শুক্রবার সকালে বেহালা চৌরাস্তায় বড়িশা হাই স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্র ৭ বছরের সৌরনীল সরকার পণ্যবাহী ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় মারা যায়। এর পর জনরোষ চরমে ওঠে। গণবিক্ষোভে আক্রান্ত হয় পুলিশ, চৌরাস্তা ট্রাফিক গার্ডের দফতরে আগুন লাগিয়ে দেওয়া হয়। দীর্ঘ ক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুর্ঘটনার সময়ের বাস্তব চিত্রও খতিয়ে দেখে পুলিশ। কী ভাবে শিশুটি ট্রাকের তলায় চলে গিয়েছিল, তা-ও দেখেন কলকাতা পুলিশের বড়কর্তারা। কলকাতায় সকাল ৮টা পর্যন্ত ট্রাক-লরি চলাচলে কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু শহরের বাস্তব পরিস্থিতিতে নতুন করে নির্দেশিকা জারির প্রয়োজনীয়তা অনুভব করে কলকাতা পুলিশ। কারণ, কলকাতায় একাধিক স্কুলের ক্লাস শুরু হয় সকাল সাড়ে ৭টা কিংবা ৮টা থেকে। এই সময় ট্রাক-লরি চলাচল করলে স্বাভাবিক ভাবেই ঝুঁকি থেকে যায়। এর পরই সোমবার রাতে লালবাজারের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
তবে পুরনো নির্দেশিকা মেনেই কেবলমাত্র পচনশীল ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাক-লরি রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে। কলকাতা বন্দর এলাকাতেও নতুন নির্দেশিকা কার্যকর হবে না বলেও জানানো হয়েছে। বন্দর এলাকায় বেশির ভাগই কলকারখানা রয়েছে। সেখানে অনেক ক্ষেত্রেই ট্রাক ও লরিগুলি মাল ওঠা-নামানোর কাজ করে থাকে। আর বিদ্যালয় বলতেও সেখানে তেমন কিছু নেই। তাই সব দিক বিবেচনা করেই বন্দর এলাকাকে এই নির্দেশিকা থেকে বাদ রাখা হয়েছে।