Justice Abhijit Gangopadhyay

নিয়োগ দুর্নীতির তদন্তে কতটা অগ্রগতি? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট দিল সিবিআই

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট (উত্তরপত্র) এবং অতিরিক্ত প্যানেল নিয়ে তদন্তের রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। ওই রিপোর্ট খতিয়ে দেখে আগামী শুক্রবার মামলাটির শুনানি হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ১৬:৩২
Share:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। — ফাইল চিত্র।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাই কোর্টে ৫৪ পাতার রিপোর্ট জমা দিয়েছে। ওই রিপোর্ট জমা দিয়ে আদালতে তদন্তের অগ্রগতির কথা জানান সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর প্রধান অশ্বিন শেণভি।

Advertisement

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট (উত্তরপত্র) এবং অতিরিক্ত প্যানেল নিয়ে তদন্তের রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। ওই রিপোর্ট খতিয়ে দেখে আগামী শুক্রবার মামলাটির শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই দিন উপস্থিত থাকতে বলা হয়েছে সিট-প্রধান শেণভিকেও।

গত বছরের ২৭ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তদন্তের অগ্রগতি কতটা হয়েছে, তা গত ১৭ অগস্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মুখবন্ধ খামে জানিয়েছিল সিবিআই। যদিও তা নিয়ে সন্তুষ্ট হননি বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, তার পর এক বছর কেটে গেলেও সিবিআইয়ের তদন্তে তেমন অগ্রগতি হয়নি। এ নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, এর থেকে উলুবেড়িয়া থানাকে তদন্তভার দিলে ভাল হত। বিচারপতির পর্যবেক্ষণ, প্রায় এক বছর হতে চলল, সিবিআই এখনও উপযুক্ত কোনও পদক্ষেপ করতে পারনি। সত্য সামনে আনতে তাদের অনীহা চোখে পড়েছে। নির্দেশ দেন, সিবিআই ডিরেক্টরকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে। এর আগে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল নিম্ন আদালত। এ বার হাই কোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট দিল সিবিআই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement