Rajeev Kumar

রাজীবের ছুটি নিয়ে এখনও ধোঁয়াশায় সিবিআই, ফের চিঠি ডিজিকে

রাজ্য পুলিশের এডিজি (সিআইডি) রাজীব কুমারের সঙ্গে কী ভাবে যোগাযোগ করা যাবে, তা জানতে চেয়ে আগেই দু’টি চিঠি পাঠানো হয়েছে ডিজিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৪
Share:

রাজীব কুমার।— ফাইল চিত্র।

রাজীব কুমারের ছুটি কী শেষ হয়েছে? তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এ বিষয়ে স্পষ্ট জবাব পেতে ফের রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে বলে সিবিআইয়ের একটি সূত্রের দাবি।

Advertisement

রাজ্য পুলিশের এডিজি (সিআইডি) রাজীব কুমারের সঙ্গে কী ভাবে যোগাযোগ করা যাবে, তা জানতে চেয়ে আগেই দু’টি চিঠি পাঠানো হয়েছে ডিজিকে। তখন রাজীব ৯ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন, ডিজি-র তরফে শুধু এই তথ্যই জানানো হয় বলে সিবিআই সূত্রে খবর। সেই তথ্য অনুযায়ী, আজ, বুধবার রাজীবের ছুটির মেয়াদ হচ্ছে। কিন্তু রোজভ্যালি-কাণ্ডে নোটিস পাঠানোর পর, রাজীব ই-মেল মারফত সিবিআইকে জানিয়েছেন, তিনি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন।

আরও পড়ুন: ঝুলে রইল রাজীবের ভাগ্য, কাল ফের শুনানি হাইকোর্টে

Advertisement

ফলে, রাজীবের এই ছুটি নিয়ে বিভ্রান্তি থেকেই যাচ্ছে। রাজীব কুমার ছুটি নিয়ে সিবিআইকে যে তথ্য দিয়েছেন, তা ঠিক কি না জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। এ বিষয়ে রাজ্য সরকার কিছু জানে কি না, তা-ও লিখিত আকারে পেতে চায় সিবিআই। সে কারণেই এই তৃতীয় চিঠি পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

আরও পড়ুন: আন্তর্জাতিক মহলের ভূমিকায় হতাশ, কাশ্মীর নিয়ে মোদীর উপর এখনও কোনও চাপ নেই: ইমরান

শুধু ডিজিকেই নয়, রাজীবের বিষয়ে রাজ্যের মুখ্যসচিব মলয় দে এবং স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দেওয়া হয়েছিল। যদিও রাজ্য পুলিশের ডিজি সিবিআইয়ের তৃতীয় চিঠি পেয়েছেন কি না, তা অবশ্য নবান্ন থেকে জানা যায়নি। কিন্তু সিবিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, ওই চিঠি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ডিজি বীরেন্দ্রর কাছে। সিবিআইয়ের এক আধিকারিক জানান, ২৫ সেপ্টেম্বর যদি রাজীবের ছুটি শেষ হয়ে থাকে, তা হলে আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার ভবানীভবনে নিজের দফতরে তাঁর যাওয়ার কথা। সে দিকেও নজর রাখা হচ্ছে। আর যদি সত্যি সত্যিই রাজীবের ছুটি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হয়ে থাকে, তা হলে সেই তথ্যও জানানো উচিত ছিল রাজ্যের, এমনটাই মত ওই আধিকারিকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement