বিকাশ ভবনে সিবিআই। নিজস্ব ছবি।
নিয়োগ-মামলার তদন্তে আচমকা বিকাশ ভবনে হানা দিল সিবিআই। বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ রাজ্যের শিক্ষা দফতরের সদর কার্যালয়ে যায় দুই সদস্যের তদন্তকারী দল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, তদন্তকারীরা বিকাশ ভবনের ছ’তলায় রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনের ঘরে যান। সেখানে তাঁকে কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সঙ্গে সংগ্রহ করা হয়েছে কিছু প্রয়োজনীয় নথি।
সিবিআই সূত্রে দাবি, দিন কয়েক আগে নিয়োগ-মামলায় ধৃত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সেই সম্পর্কে আরও কিছু তথ্য সংগ্রহ করতেই বিকাশ ভবনে হানা দেওয়া হয়েছে।
তদন্তকারীদের সঙ্গে কথাবার্তার পর রাত সাড়ে ৮টা নাগাদ বিকাশ ভবন থেকে বেরিয়ে যান মণীশ। সেই সময় তিনি বলেন, ‘‘তদন্তকারীরা কিছু নথি চেয়েছিলেন। কিছু নথি তাঁদের দেওয়া হয়েছে। আরও কিছু নথি দেওয়া হবে।’’
গত নভেম্বর মাসেও বিকাশ ভবনে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে জানা যায়, সে বারও তাঁরা বিকাশের ভবনের ছ’তলায় যান। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘরের উল্টো দিকের ঘরে গিয়ে কম্পিউটার ও বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকেরা। ডিসেম্বরেও বিকাশ ভবনে গিয়েছিলেন তদন্তকারীরা।