সিবিআই দাবি সবংয়ে

সবংয়ে নিহত ছাত্র পরিষদ কর্মী কৃষ্ণপ্রসাদ জানার হত্যাকারীদের চিহ্নিত করতে সিবিআই তদন্তের আর্জি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হল কংগ্রেস। একই দাবিতে হাইকোর্টেও জনস্বার্থের মামলা করা হয়েছে। বিধায়ক জ্ঞানসিংহ সোহনপালের (চাচা) নেতৃত্বে বুধবার কংগ্রেস নেতা সোমেন মিত্র, মানস ভুঁইয়া, আব্দুল মান্নান, মহম্মদ সোহরাব, ছাত্র পরিষদের সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায় প্রমুখ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে অভিযোগ করেছেন, ঘটনার দিনই মুখ্যমন্ত্রী ‘অন্তর্দ্বন্দ্ব’ বলে দাবি করেছিলেন।

Advertisement
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০২:৩৮
Share:

সবংয়ে নিহত ছাত্র পরিষদ কর্মী কৃষ্ণপ্রসাদ জানার হত্যাকারীদের চিহ্নিত করতে সিবিআই তদন্তের আর্জি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হল কংগ্রেস। একই দাবিতে হাইকোর্টেও জনস্বার্থের মামলা করা হয়েছে। বিধায়ক জ্ঞানসিংহ সোহনপালের (চাচা) নেতৃত্বে বুধবার কংগ্রেস নেতা সোমেন মিত্র, মানস ভুঁইয়া, আব্দুল মান্নান, মহম্মদ সোহরাব, ছাত্র পরিষদের সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায় প্রমুখ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে অভিযোগ করেছেন, ঘটনার দিনই মুখ্যমন্ত্রী ‘অন্তর্দ্বন্দ্ব’ বলে দাবি করেছিলেন। সেই অনুযায়ীই মামলা সাজাতে গিয়ে পশ্চিম মেদিনীপুরের এসপি ভারতী ঘোষের নেতৃত্বে ছাত্র পরিষদের কর্মীদের ফাঁসানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement