Partha Chatterje

Partha Chatterjee: আর্থিক দুর্নীতির কথা জানতেন? মন্ত্রী পার্থের কাছে কী কী জিজ্ঞাস্য সিবিআইয়ের

বুধবার নিজাম প্যালেসে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যান পার্থ। সেখানে পৌঁছেছেন এসএসসি-র প্রাক্তন উপদেষ্টারাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২২ ১৯:৪৭
Share:

পার্থ চট্টোপাধ্যায়ের জন্য একাধিক প্রশ্ন সিবিআইয়ের। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কলকাতা হাই কোর্টের নির্দেশে নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছন। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর প্রাক্তন উপদেষ্টারাও। সিবিআই সূত্রে খবর, পার্থের জন্য তদন্তকারীরা আগে থেকেই প্রশ্ন তৈরি করে রেখেছিলেন। সেই অনুযায়ী রাজ্যের মন্ত্রীকে প্রশ্ন করা হয়।

Advertisement

গ্রাফিক— শৌভিক দেবনাথ

তদন্তকারীদের সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় তাঁর জবাবের প্রেক্ষিতে নতুন কিছু প্রশ্নও করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। শান্তিপ্রসাদ বার বার নিজের বয়ান বদল করেছেন আদালতে। তাঁর মুখোমুখি বসিয়েও ভবিষ্যতে পার্থকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর সূত্রের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement