Abhishek Banerjee

Abhishek-CBI: কয়লা পাচার কাণ্ডে অভিষেকের সংস্থার কর্মীকে কয়েক ঘণ্টা প্রশ্ন সিবিআই-এর

তদন্তের অগ্রগতি অনুযায়ী পরে তিনি ফের আদালতের দ্বারস্থ হতে পারবেন বলেও বিচারপতি জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৩৯
Share:

ফাইল চিত্র।

কয়লা পাচার কাণ্ডে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার হিসাবরক্ষক সুজয় ভদ্রকে শুক্রবার কলকাতার নিজ়াম প্যালেসে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। কয়লা পাচারের লভ্যাংশের মোটা টাকা প্রভাবশালী ব্যক্তিদের বিভিন্ন সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে তদন্তকারীদের অভিযোগ। তাঁরা জানান, সেই প্রভাবশালী যোগসূত্রেই সুজয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

সম্প্রতি হাজিরার নোটিস পেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয়। আদালত সূত্রের খবর, তাঁকে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরে তিনি ফের আদালতের দ্বারস্থ হতে পারবেন বলেও বিচারপতি জানিয়েছেন।

অন্য দিকে, কয়লা পাচারের মামলায় মন্ত্রী মলয় ঘটককে আবার দিল্লির সদর দফতরে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার মলয়বাবুর কাছে তৃতীয় দফার নোটিস পাঠানো হয়েছে বলে জানান তদন্তকারীরা। ১৮ ফেব্রুয়ারি ইডি-র সদর দফতরে তাঁকে হাজির হতে বলা হয়েছে। তদন্তকারীরা জানান, অতীতে ওই মন্ত্রীকে দু’দফায় তলব করা সত্ত্বেও সশরীরে হাজির না-হয়ে তিনি আইনজীবী মারফত নথিপত্র পৌঁছে দিয়েছিলেন। তদন্তের প্রেক্ষিতে সেই সব নথিপত্র যথেষ্ট নয়। মলয়বাবুকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেই তাঁকে ফের তলব করা হয়েছে।

Advertisement

কয়লা-কাণ্ডে পুরুলিয়ার রঘুনাথপুরের আইসি সঞ্জয় চক্রবর্তীকে আবার নিজ়াম প্যালেসে তলব করেছে সিবিআই। দু’বার ডাকার পরেও হাজির হননি সঞ্জয়। পুরসভার নির্বাচনে ব্যস্ত থাকায় হাজির হতে পারেননি বলে চিঠি দিয়েছিলেনতিনি। তদন্তকারীরা জানান, ১৫ ফেব্রুয়ারি হাজির হওয়ার জন্য তৃতীয় বার নোটিস জারি করা হয়েছে। ফের গরহাজির থাকলে পরবর্তী পর্যায়ে আদালতের দ্বারস্থ হয়ে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement