নতুন মেলা সম্পত্তি শুধু অনুব্রত-কন্যা সুকন্যার নয় ফাইল চিত্র।
শুধু অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল নয়, ‘ভোলে ব্যোম’ চালকলের মালিক হিসেবে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতির এক পরিচারকের নাম! শুক্রবার বোলপুরের কালিকাপুরের চালকলে সারা দিন তল্লাশি চালায় সিবিআই। বিকেল সাড়ে ৪টে নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বেরিয়ে যান। সেই সময় একটি সূত্রে উঠে আসে ‘ভোলে ব্যোম’-র মালিকানা সংক্রান্ত নতুন তথ্য। সিবিআই সূত্রের খবর, দু’মাস ধরে বন্ধ ছিল এই চালকলটি। তার আগে কারবারের দেখাশোনা করতেন অনুব্রতের মেয়ে সুকন্যা। যিনি একাধারে প্রাথমিক স্কুলের শিক্ষিকাও বটে। তা ছাড়া, সুকন্যার ফেসবুক প্রোফাইল থেকেও এই ‘ভোলে ব্যোম’ ছবি দেখা গিয়েছে।
ফলত, এই চালকল যে অনুব্রতেরই, তা তদন্তকারীদের কাছে এক প্রকার স্পষ্ট। কিন্তু প্রায় ছ’ঘণ্টা তল্লাশির পর ওই রাইস মিলের ডিরেক্টর হিসাবে সুকন্যার নামের পাশাপাশি আরও একটি নাম পেয়েছে সিবিআই। তিনি অনুব্রতের বাড়ির এক জন পরিচারক বলে সিবিআই সূত্রের খবর। তবে ওই ব্যক্তির নাম এখনও জানা যায়নি।
অন্য দিকে, ওই চালকলের দলিল থেকে জানা গিয়েছে, ৪৫ বিঘা জমির উপর তৈরি এই চালকলটি কেনা হয় ২০১৩ সালে। অনুব্রতের স্ত্রী ছবি এবং অনুব্রতের মেয়ে সুকন্যার নামে এই সম্পত্তি কেনা হয় আট লক্ষ টাকায়। স্ত্রীর মৃত্যুর পর নিয়ম অনুযায়ী, ওই সম্পত্তি এখন অনুব্রত ও তাঁর মেয়ের নামে হওয়া উচিত। তবে সিবিআই সূত্রে খবর, চালকলের মালিকানা মেয়ে ছাড়াও রয়েছে অনুব্রতের এক পরিচারকের হাতে।
সূত্রের খবর, ওই চালকল বিক্রি করতে আগের মালিককে এক প্রকার ‘বাধ্য’ করা হয়। ব্যবসা চালাতে না পেরে বাধ্য হয়েই তিনি চালকলটি বিক্রি করে দেন।