Anubrata Mandal: গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রতের দেহরক্ষী সায়গল হোসেন

গত বেশ কয়েক দিন ধরেই সায়গলকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। বৃহস্পতিবারও তাঁকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরেই গ্রেফতার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ১৯:৪৫
Share:

অনুব্রত মণ্ডল

গরুপাচার মামলায় বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার সকাল থেকেই নিজাম প্যালেসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরেই গ্রেফতার করা হয় সায়গলকে। সিবিআই সূত্রে খবর, আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সায়গলকে আদালতে তোলা হবে।

Advertisement

দিন কয়েক আগে মুর্শিদাবাদে সায়গলের ডোমকলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের অনুমান, গরুপাচারে লেনদেন সংক্রান্ত অনেক বহু তথ্যই সায়গলের কাছে রয়েছে। এ নিয়ে তাঁকে একাধিক বার নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। তদন্তকারীদের সূত্রে খবর, সায়গলের বক্তব্যে নানা রকম অসঙ্গতি রয়েছে। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement