বজবজের ভোজ্য তেল ট্যাঙ্কার মালিকেরা কলকাতা হাইকোর্টে যে-আপিল মামলা করেছিলেন, তা খারিজ হয়ে গেল। হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বে়ঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল থাকবে। নেপালের দুই সংস্থা যাতে নিরুপদ্রবে তাদের পছন্দের সংস্থাকে দিয়ে বজবজ থেকে ভোজ্য তেল নিয়ে যেতে পারে, তা নিশ্চিত করার জন্য গত ১৬ জুন দক্ষিণ ২৪ পরগনার পুলিশকে নির্দেশ দেন বিচারপতি দীপঙ্কর দত্ত। কিন্তু তাতে কাজ হয়নি। উল্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছিল ওই ট্যাঙ্কার সংগঠন। বম্বে হাইকোর্টে যোগ দেওয়ার আগে শুক্রবার কলকাতায় তাঁর শেষ কাজের দিনে রায় ঘোষণা করেন চেল্লুর।