মিছিলে অস্ত্র, মামলা তৃণমূল নেতার বিরুদ্ধে

রামনবমীর মিছিলে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হাঁটার অভিযোগ দায়ের হল এ বার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে রবিবার থানায় লিখিত অভিযোগ করেন স্থানীয় বিজেপি নেতা ঘনশ্যাম রাম। পুলিশ জানায়, জিতেন্দ্রবাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ০৩:৪১
Share:

রামনবমীর মিছিলে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হাঁটার অভিযোগ দায়ের হল এ বার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে রবিবার থানায় লিখিত অভিযোগ করেন স্থানীয় বিজেপি নেতা ঘনশ্যাম রাম। পুলিশ জানায়, জিতেন্দ্রবাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হচ্ছে।

Advertisement

ঘনশ্যামবাবু অভিযোগ করেন, ৫ এপ্রিল পাণ্ডবেশ্বরে রামনবমীর একটি মিছিলে যোগ দিয়ে জিতেন্দ্রবাবুকে খোলা তলোয়ার হাতে দেখা গিয়েছে। বিধায়কের এই আচরণ আইন বিরোধী দাবি করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বিজেপি-র আসানসোল জেলা সভাপতি তাপস রায়ের দাবি, অস্ত্র হাতে মিছিল করার জন্য তাঁদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে যদি মামলা হতে পারে, তবে জিতেন্দ্রবাবুর বিরুদ্ধেও পুলিশের আইনি পদক্ষেপ করা উচিত।

জিতেন্দ্রবাবু বলেন, ‘‘সে দিন আমার হাতে এলাকার কয়েক জন তলোয়ার দিয়েছিলেন, এটা ঠিক কথা। পুলিশ মামলা আদালতে তুললে আমি আইনি ভাবেই তার উত্তর দেবো।’’ তাঁর আরও দাবি, পুলিশ অভিযোগ নেওয়ায় আবার প্রমাণ হল, রাজ্যের প্রশাসন নিরপেক্ষ ভাবে কাজ করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement