Calcutta High Court

হাই কোর্টের নির্দেশ

পর্ষদের কৌঁসুলি কোয়েলি ভট্টাচার্য দাবি করেন যে তাঁরা এ ব্যাপারে প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রধান শিক্ষক সংগঠন আপত্তি করে জানিয়েছে যে ওই ঘোষণাপত্র প্রকাশে তাদের সদস্যদের সম্মানহানি হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ০৭:১১
Share:

কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।

আগামী বছরের মাধ্যমিকের সব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, এই মর্মে ফেব্রুয়ারি মাসের মধ্যে স্কুলের প্রধান শিক্ষকদের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশ দেন। এ দিনের প্রতিলিপি ওয়েবসাইটে প্রকাশ করতেও মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন তিনি। রেজিস্ট্রেশন বিভ্রাটে অনেক পরীক্ষার্থী এ বছর ঠিক মতো অ্যাডমিট কার্ড পায়নি। তার জন্য আদালতের দ্বারস্থ হয় তারা। তাদেরই এক জনের আইনজীবী ফিরদৌস শামিম জানান যে এ ব্যাপারে পর্ষদকে প্রশ্ন করেছিলেন বিচারপতি। পর্ষদের কৌঁসুলি কোয়েলি ভট্টাচার্য দাবি করেন যে তাঁরা এ ব্যাপারে প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রধান শিক্ষক সংগঠন আপত্তি করে জানিয়েছে যে ওই ঘোষণাপত্র প্রকাশে তাদের সদস্যদের সম্মানহানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement