West Bengal Panchayat Election 2023

জগাছায় বুথের বাইরে ব্যালট পেপার! গণনাকেন্দ্রের ফুটেজ় জমার নির্দেশ বিচারপতি অমৃতা সিংহের

বালি জগাছার একটি বুথের বাইরে থেকে বান্ডিল বান্ডিল ব্যালট পেপার মিলেছে বলে দাবি। ওই বুথে পুনর্নির্বাচনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সেখানকার সিপিএম প্রার্থী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৩ ২০:৪৬
Share:

কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। —ফাইল চিত্র।

হাওড়ার বালি জগাছায় একটি বুথের বাইরে থেকে উদ্ধার হওয়া একগুচ্ছ ব্যালট পেপারের গণনা কি হয়েছিল? শুক্রবার একটি মামলার শুনানিতে এমনই জানতে চাইলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। সেই সঙ্গে তাঁর নির্দেশ, ওই বুথের ভোটগণনা যেখানে হয়েছে, সেই গণনাকেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ় আদালতে জমা রাখতে হবে। সংরক্ষণ করতে হবে ওই ব্যালট পেপারগুলি।

Advertisement

প়ঞ্চায়েত নির্বাচনের গণনার দিন হুগলির জাঙ্গিপাড়ার রাস্তা থেকে উদ্ধার হয়েছিল একগুচ্ছ ব্যালট পেপার। এ বার বালি জগাছার একটি বুথের বাইরে থেকে বান্ডিল বান্ডিল ব্যালট পেপার মিলেছে বলে দাবি। ওই বুথে পুনর্নির্বাচনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সেখানকার সিপিএম প্রার্থী। শুক্রবার এই মামলার শুনানিতে বালির বিডিও তথা পঞ্চায়েতে নির্বাচনের রিটার্নিং অফিসারের দাবি, ব্যালট পেপারগুলিতে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর রয়েছে। ফলে সেগুলি বৈধ। পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন সেগুলি ছিনিয়ে নেওয়া হয়েছিল। ওই ব্যালট গণনা হয়েছিল কি না, তা জানতে চেয়েছেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। তাঁর প্রশ্ন, ‘‘এই ব্যালট গণনা হয়েছিল? (এ বিষয়ে) কমিশনের পদক্ষেপ কী করেছে?’’

জগাছার ওই বুথের সিপিএম প্রার্থী তথা মামলাকারীর দাবি, ব্যালট পেপার উদ্ধার হওয়ার ঘটনায় প্রমাণ হয়ে গিয়েছে ভোটগণনা ঠিকমতো হয়নি। ফলে পুনরায় নির্বাচনের দাবি করেছেন তিনি।

Advertisement

বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, সম্ভবত এই ব্যালটগুলি গণনা হয়নি। তা হলে ভোটের ফলাফল পরিবর্তন হতে পারে। বিডিওর উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘বৈধ ব্যালট বাইরে থেকে উদ্ধার হলেও কী ভাবে জয়ী ঘোষণা করলেন?’’ এর পর তাঁর নির্দেশ, গণনাকেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা রাখতে হবে। সেখানে সংরক্ষণ করে রাখতে হবে ব্যালট পেপারগুলিও।

আগামী ২৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে বলে আদালত সূত্রে খবর। তার আগে এ বিষয়ে কী পদক্ষেপ করা হয়েছে, সে নিয়ে ২০ জুলাইয়ের মধ্যে হলফনামা জমা দিতে হবে বিডিওকে।

শুক্রবার হাই কোর্টে এ ধরনের একাধিক মামলা রুজু করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের রামনগরের জেলা পরিষদের এক বিজেপি প্রার্থীর অভিযোগ, জয়ী ঘোষণা করার পরেও তাঁকে শংসাপত্র দেওয়া হয়নি। এই মামলায় সশরীরে হাজিরা দিয়ে বিডিও আদালতে দাবি করেন, ভোটের ফল নথিবদ্ধ করার সময় ভুলবশত পরাজিত প্রার্থীর নাম জয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় রিটার্নিং অফিসারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সিংহ। ওই গণনাকেন্দ্রেরও ভিডিয়ো ফুটেজ় তলব করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement