শুক্রবার শেষ হয়েছে শুনানি। ফাইল চিত্র।
কলকাতা হাই কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলার শুনানি শুক্রবার শেষ হয়েছে। তবে এ দিন রায়দান স্থগিত রাখা হয়েছে। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শীঘ্রই এই মামলার রায় ঘোষণা করা হবে।
এ দিন সকালে মামলার শুনানির শুরুতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় কোর্টে জানান, বছরে দু’বার ডিএ দিতে হবে এমন কোনও কথা কোথাও বলা হয়নি। এমন কোনও নিয়মও নেই। সরকারি কর্মীদের ডিএ কার্যত সরকারের তরফে ‘দাক্ষিণ্য’ হিসেবেও উল্লেখ করেন তিনি।
মামলাকারী রাজ্য সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়-এর আইনজীবী ফিরদৌস শামিম সেই বক্তব্যের বিরোধিতা করে জানান, পে কমিশনের সুপারিশ মেনেই ২০০৯ সালে রোপা চালু করেছিল সরকার। তা ছাড়া, ১৯৭৯ সাল থেকে রাজ্য কেন্দ্রীয় সরকারি নীতির অনুসরণে ডিএ দিচ্ছে। তিনি এ-ও জানান, এর আগেই কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত জানিয়েছিলেন যে ডিএ কর্মীদের আইনি অধিকার। তাই ডিএ দয়ার দান কিনা, সে প্রশ্ন তোলার জায়গা নেই।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাওয়ার ক্ষেত্রে বহু পিছিয়ে আছেন। এর ফলে প্রতি মাসে কর্মীদের আর্থিক ক্ষতি হচ্ছে। তাই কনফেডারেশন-এর নেতৃত্ব মামলা করেছেন। ইতিমধ্যে রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল ডিএ দেওয়ার পক্ষে রায় দিলেও রাজ্য হাই কোর্টে মামলা করেছে। সেই মামলায় পরে যুক্ত হয়েছে রাজ্য সরকারি কর্মচারী পরিষদ নামে আর একটি সংগঠনও।