Pahalgam Terror Attack

কাশ্মীরে বিস্ফোরণে ওড়ানো হল পহেলগাঁও হামলায় যুক্ত লশকর জঙ্গির বাড়ি! বুলডোজ়ারে ভাঙা পড়ল আর এক জঙ্গির বাড়ি

গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। এই হামলায় নাম জড়ায় আসিফ এবং ঠোকরের। সেনা সূত্রে খবর, দু’জনেই বাইরে থেকে আসা জঙ্গিদের স্থানীয় পথঘাট চিনিয়ে দিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১০:০৫
Share:
কাশ্মীরে বিস্ফোরণে উড়ে গেল পহেলগাঁও হামলায় যুক্ত দুই লশকর জঙ্গির বাড়ি।

কাশ্মীরে বিস্ফোরণে উড়ে গেল পহেলগাঁও হামলায় যুক্ত দুই লশকর জঙ্গির বাড়ি। ছবি: সংগৃহীত।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, জঙ্গিদের খুঁজে বার করে ‘কল্পনাতীত শাস্তি’ দেবে ভারত। ঘটনাচক্রে, তার ২৪ ঘণ্টার মধ্যেই দুই জঙ্গির বাড়ি ভেঙে দিল নিরাপত্তা বাহিনী এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন। দু’জনেই সন্ত্রাসবাদী সংগঠন লশকর-এ-ত্যায়বার সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এমনকি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাতেও নাম জড়ায় দু’জনের।

Advertisement

কাশ্মীরের অনন্তনাগ জেলাতেই বাড়ি দুই জঙ্গির। এক জনের নাম আসিফ শেখ এবং অপর জনের নাম আদিল হুসেন ঠোকর। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে আদিলের বাড়িটি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়। আর শুক্রবার আসিফের বাড়িটি বুলডোজ়ার দিয়ে ভেঙে ফেলা হয়।

গত মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৫ জন পর্যটক-সহ মোট ২৬ জনের। এই হামলায় নাম জড়ায় আসিফ এবং আদিলের। সেনা সূত্রে খবর, দু’জনেই বাইরে থেকে আসা জঙ্গিদের স্থানীয় পথঘাট চিনিয়ে দিয়েছিল।

Advertisement

সূত্রের খবর, জঙ্গি আদিল ২০১৮ সালে অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে গিয়েছিল প্রশিক্ষণ নিতে। গত বছরেই আবার জম্মু-কাশ্মীরে ফিরে আসে সে। ‘টাইম্‌স অফ ইন্ডিয়া’-র প্রতিবেদনে প্রকাশিত ওই সূত্রের দাবি, আদিল ঠোকর ওরফে আদিল গুরি অনন্তনাগেই রয়েছে। পাকিস্তান থেকে ফিরে আসার পর তাকে বেশ কয়েক বার দক্ষিণ কাশ্মীরেও দেখা গিয়েছিল। ওই সূত্রের দাবি, স্থানীয় বাসিন্দা হওয়ায় পহেলগাঁও এবং বৈসরনের ভৌগোলিক অবস্থান হাতের তালুর মতো চেনা তার।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই বিহার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, “ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে। তাদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে। শাস্তি দেবে তাদের মদতদাতাদেরও।” মোদীর এই হুঁশিয়ারির পরেই দুই লশকর জঙ্গির বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement