CBI Case Diary

‘শুধু রিপোর্টে চলবে না’! পুরসভায় নিয়োগ মামলায় সিবিআইয়ের কাছে কেস ডায়েরি চাইল হাই কোর্ট

অভিযুক্ত অয়ন শীল জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই আবেদনের শুনানিতে এই নির্দেশ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৬:২৩
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের কাছে কেস ডায়েরি চাইল কলকাতা হাই কোর্ট। কেস ডায়েরি ছাড়া মামলা শোনা হবে না বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছে আদালত। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীল জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই আবেদনের শুনানির সময়ই ওই মন্তব্য করেছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।

Advertisement

মঙ্গলবার ওই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের কাছে কেস ডায়েরি দেখতে চায়। তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, ১৭টি পুরসভায় দুর্নীতি মামলার তদন্ত করা হয়েছে। প্রচুর পাতার নথি রয়েছে। কেস ডায়েরির পরিবর্তে রিপোর্ট দেওয়া যেতে পারে। সিবিআইয়ের ওই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে হাই কোর্ট। বিচারপতি বসাক বলেন, ‘‘বিশাল নথি নিয়ে আসতে কী অসুবিধা রয়েছে? কতগুলি ট্রাক লাগবে?’’

এর পরেই হাই কোর্ট স্পষ্ট ভাষায় সিবিআইকে জানায়, শুধু রিপোর্ট দিলে হবে না, কেস ডায়েরি আনতে হবে সিবিআইকে। বুধবার ওই মামলার আবার শুনানি রয়েছে। প্রসঙ্গত, রাজ্যের প্রায় ৭০টি পুরসভার বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ২০২৩ সালের এপ্রিলে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্কুলে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রোমোটার অয়ন শীলের বাড়িতে তল্লাশির সময়ে পুরসভার নিয়োগে অনিয়ম সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলে ইডি জানিয়েছিল। তারই জেরে ওই নির্দেশ দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement