শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুর। —ফাইল ছবি।
মতুয়া মহাসঙ্ঘের দায়িত্ব কার হাতে থাকবে তা নিয়ে রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, গাইঘাটা থানায় যে অভিযোগ দায়ের হয়েছে তার কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।
মতুয়া মহাসঙ্ঘের দায়িত্ব চেয়ে আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। পুলিশের বিরুদ্ধে মতুয়া সম্প্রদায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেওয়ার অভিযোগ করেন তিনি। বুধবার শান্তনুর আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেল ঠাকুরনগরের মেলা ও মতুয়া সম্প্রদায়ের দায়িত্ব-সহ ঠাকুরবাড়ির দায়িত্ব নিতে চান। কারণ, মেলা থেকে যে আয় হয় ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে তা আত্মসাৎ করা হচ্ছে। ঠাকুরবাড়ির আরেক সদস্য মমতাবালা ঠাকুর ওই টাকার দায়িত্বে রয়েছেন। এমনকি মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পর্যন্ত শেয়ার করা হয়েছে।
শান্তনুর দাবি, ঠাকুরবাড়ির নিয়ম অনুযায়ী ওই পরিবারের পুরুষ সদস্যরা ওই সব দায়িত্ব পান। তাই তাঁকেও সেই দায়িত্ব দেওয়া হোক। বুধবার শান্তনুকে মামলার প্রতিলিপি মমতাকে দেওয়ার নির্দেশ দেয় আদালত। তার ভিত্তিতে বৃহস্পতিবার উত্তর দিতে হবে তৃণমূল সাংসদকে।