চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মী নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। ফাইল চিত্র।
রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মী নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ, আপাতত ১৫ দিনের জন্য ওই পদে নিয়োগ করতে পারবে না রাজ্য। পাশাপাশি, আগের অস্থায়ী নিয়োগ সম্পর্কে সবিস্তার রিপোর্ট চেয়েছে আদালত। আগামী ৭ সেপ্টেম্বর এই মামলাটির ফের শুনানি রয়েছে।
গত বছর অক্টোবরে খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরে ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রায় ৬০০ জন অস্থায়ী কর্মী নিয়োগ করে রাজ্য। ৬ মাস পর বেআইনি ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এই অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেন ১৬১ জন কর্মচারী। তাঁদের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই নিয়োগ চুক্তিভিত্তিক বা অস্থায়ী ছিল। ফলে এটা বাতিল করার অধিকার রাজ্যের রয়েছে। কিন্তু চুক্তিভিত্তিক কর্মী বাদ দিয়ে একই পদে ফের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যায় না। চুক্তিভিত্তিক কর্মীকে বাদ দিলে ওই পদে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে। এ ক্ষেত্রে রাজ্য তা করেনি।
মামলাকারীরা জানান, সম্প্রতি রাজ্য ওই পদে ৩৪২ জন কর্মী নিয়োগ করতে চলেছে। বুধবার সেই নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল হাই কোর্ট। ফলে এখনই রাজ্য ওই নিয়োগের কাজ চালিয়ে যেতে পারবে না। একই সঙ্গে হাই কোর্টের নির্দেশ, কেন ফের একই পদে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে তা হলফনামা দিয়ে আদালতকে জানাতে হবে।